শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


আন্দোলনের মুখে সাময়িক বরখাস্ত হলেন প্রধান শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন কবিরের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণ অভিযোগ তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার সকালে তারা এসব অভিযোগ তুলে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে ১৫ দিনের সাময়িক বরখাস্ত করেন। এই সিদ্ধান্ত স্বাগত জানিয়ে প্রধান শিক্ষককে স্থায়ীভাবে অপসারণ দাবিতে বিকালে মিছিল করেন শিক্ষার্থী-অভিভাবকরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এরপর সেখান থেকে মিছিল বের করে জাফরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ে এসে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় প্রধান শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত না থাকলেও অবরুদ্ধ হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। পরে বিকাল চারটার দিকে বিদ্যালয়ে আসেন উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অ্যাকাডেমিক সুপারভাইজার ও পুলিশ। তাদের কাছে শিক্ষার্থী-অভিভাবকরা প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন কবিরের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণ অভিযোগ তুলে ধরেন। এ সময় প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন তারা। তা শুনে উপজেলা নির্বাহী অফিসার প্রধান শিক্ষককে ১৫ দিনের জন্য বরখাস্ত করেন।

এ ব্যাপারে শিবালয় নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন, শিক্ষার্থী-অভিভাবকদের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষককে ১৫ দিনের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ