মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাদারীপুরে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পোড়ালেন ছাত্র-জনতা ইউপি সদস্যকে হত্যা করতে এসে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩ চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা

হিজাব ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনের মতামতকে বাঁকা চোখে দেখছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্নাটকের হিজাব পরে শ্রেণিকক্ষে প্রবেশাধিকার নিয়ে বিতর্ক ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ এ নিয়ে তাদের মতপ্রকাশ করছে। এখন ভারত এই বিষয়ে তাদের মতপ্রকাশের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার দাবি করেছে, হিজাবের বিতর্ক ভারতের অভ্যন্তরীণ বিষয়।

এ নিয়ে অন্য দেশের কোনও মন্তব্য করার অধিকার নেই। হিজাব সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘‘এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাই এই বিষয়ে অন্য দেশের কোনও মন্তব্য স্বাগত নয়। ’’

অরিন্দম বাগচী আরও বলেন, ‘‘আমাদের একটি সংবিধান আছে, বিচার ব্যবস্থা এবং গণতান্ত্রিক নীতি আছে। এই সমস্ত ব্যবস্থা ও নীতির মাধ্যমে আমাদের এই ধরনের কোনও সমস্যার সমাধান খুঁজে বের করার ব্যবস্থা রয়েছে। এছাড়া বিযয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। ’

কর্নাটকের স্কুল ও কলেজে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরার অধিকারকে ঘিরে বিতর্কের পরিপ্রেক্ষিতে সম্প্রতি মন্তব্য করে যুক্তরাষ্ট্র ও মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

একে খণ্ডন করতেই উপরোক্ত মন্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ওআইসি-র ক্ষেত্রে একটু কড়া ভাষায়ই প্রতিক্রিয়া দেন অরিন্দম বাগচী।

তিনি বলেন, ‘‘ওআইসি সচিবালয়ের সাম্প্রদায়িক মানসিকতা এই ঘটনার বাস্তবতাকে যথাযথ উপলব্ধি করতে পারবে না। এই ধরনের মন্তব্য ভারতের বিরুদ্ধে তাদের ঘৃণ্য অপপ্রচার। ’’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ