মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু

সৌদি বাজারের সব খাবারই হালাল বলে ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরবের বাজারে থাকা কিছু খাদ্য পণ্যে অ্যালকোহলের উপস্থিতি অস্বীকার করে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন গুরুত্বারোপ করে বলেছে, দেশের বাজারে সমস্ত খাবারই হালাল।

ওরিও পণ্যটিতে অ্যালকোহল রয়েছে কিনা সে সম্পর্কে একজন সৌদি নাগরিকের প্রশ্নের জবাবে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) থেকে একটি বিবৃতি পেশ করা হয়েছে।

প্রশ্নটি টুইটারে পোস্ট করা হয়েছে এবং ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক প্রতিক্রিয়া পেয়েছে। সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন প্রতিক্রিয়া হিসাবে একটি বিবৃতি জারি করতে বাধ্য হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদির বাজারে সব খাদ্যসামগ্রী হালাল এবং সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সব খাদ্যপণ্যের ওপর নজরদারি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, খাদ্য ও ওষুধ প্রশাসন সমস্ত খাদ্য পণ্যের জন্য বিদ্যমান নির্দেশিকা মেনে চলার উপর জোর দেয় এবং সেগুলি সঠিকভাবে প্রয়োগ করা হয়েছে কিনা সে ব্যাপারেও নিশ্চিত করা হয়।

এই প্রশ্নটি ছিল, ওরিওতে কি অ্যালকোহল আছে নাকি নেই?" পরে এটি সৌদি সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট করা হয়, কায়রো ২৪ ওয়েবসাইট এটি সম্পর্কে বন্ধ প্রকাশ করে।

ওরিও ইন্টারন্যাশনাল কোম্পানির উদ্ধৃতি দিয়ে কায়রো ২৪ ওয়েবসাইট বলেছে: এই কোম্পানির পণ্য হালাল কি না, তা নির্ভর করে পণ্যটি কোন দেশ উৎপাদন করেছে তার শংসাপত্রের উপর। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ