সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কুড়িগ্রামের যেসব এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রাম জেলা শহরসহ সাত উপজেলায় আজ শুক্রবার ও আগামীকাল শনিবার এই দুদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গত ১০ জানুয়ারি রংপুর পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড পরিচালিত গ্রিড সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাজাহান আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, কুড়িগ্রাম-রংপুর ১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে জরুরি ও বার্ষিক সংরক্ষণ কাজ করা হবে বিধায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর ফলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) এবং কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সেচযন্ত্র ও কলকারখানাসহ আবাসিক ও বাণিজ্যিক ৪ লাখ ৩০ হাজারের মতো গ্রাহক বিদ্যুৎ পাওয়া থেকে বঞ্চিত হবেন।

নেসকোর নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম জানান, জেলা শহরসহ আশেপাশের এলাকায় সেচযন্ত্র, ছোট বড় কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠাসহ বাণিজ্যিক ও আবাসিক ৩০ হাজারের মতো গ্রাহক বিদ্যুৎ সরবরাহ পাবেন না।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলাম জানান, তাদের আওতাধীন জেলার ব্রহ্মপুত্র নদের উত্তরপাড়ের সাত উপজেলার সেচযন্ত্র, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানসহ বাণিজ্যিক ও আবাসিক চার লাখের মতো গ্রাহক বিদ্যুৎ সরবরাহ পাবেন না। ফলে নানা ধরণের ভোগান্তি পোহাতে হবে এই বিপুল সংখ্যক গ্রাহককে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ