সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাদারীপুরে দিদার পরিবহনের ধাক্কায় নিহত ১; বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুরে দিদার পরিবহনের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীবাহী ও বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এ সময় মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস। বেপরোয়া গতির কারনেই বার বার এমন এ দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (১২ জানুয়ারি) বিকেলে দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় রাত ৯টার দিকে আসলে একটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক কামাল ফরাজী নিহত হন। গুরুতর আহত হয় বাসের যাত্রীসহ ১৫ জন।

তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধরা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও পুলিশ। বেপরোয়া গতির কারনেই এ দুর্ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর।

প্রত্যক্ষদর্শী আবু আলেম ফকির বলেন, দিদার পরিবহনের বাসের বেপরোয়া গতির কারনেই এই দুর্ঘটনা ঘটেছে। ইজিবাইকটি এমনভাবে পেছন থেকে ধাক্কা দেয় এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. নুর মোহাম্মদ শিকদার বলেন, আমরা প্রথমে খবর পাই সড়ক দুর্ঘটনা হয়েছে। পরে এসে দেখি যাত্রীবাহী বাসে আগুন জ্বলছে। তাৎক্ষণিক পানিবাহী ফায়ার সার্ভিসের গাড়ি এনে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, সড়ক দুর্ঘটনার কারনে স্থানীয় কিছু লোকজন বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ