সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


শ্রীপুর রেলওয়ে স্টেশনের মসজিদে সরকারি সহায়তার আবেদন এলাকাবাসীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন।

গাজীপুরের শ্রীপুরে রেলওয়ে স্টেশনের মসজিদটি ৫০ বছর আগে নির্মিত হচ্ছিল এটি। শ্রীপুর স্টেশনের পশ্চিম পাশে মসজিদটির অবস্থান। এই মসজিদটির জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের এবং সরকারি দফতর থেকে কোনো সহযোগিতা আসছে না। শ্রীপুর রেলওয়ে স্টেশন নামেই পরিচিত মসজিদটির।
মসজিদটি শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত। মসজিদের ভিতর ও বাহিরে কিছু দিন আগে রঙ করা হলেও ফ্লোর পাকা করার কাজ হয়নি। এ ছাড়া মুসল্লিদের জন্য অজুখানা, টয়লেট, পানির কল ইত্যাদির কাজ করতে হবে।

৫০ বছর আগে মসজিদ প্রতিষ্ঠা করেন শ্রীপুরের আবদুল লতিফ মন্ডলসহ স্থানীয় আরো কয়েকজন ব্যক্তি। বর্তমানে মসজিদে একজন ইমাম, একজন হাফেজ ও একজন মুয়াজ্জিন রয়েছেন। প্রতিদিনই শতশত মুসল্লি এ মসজিদে নামাজ পড়তে আসেন।

আশপাশেও অনেক নতুন মসজিদ গড়ে উঠেছে। এরপরও এ মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ছে। সাধারণত শতশত ট্রেন যাত্রীদের নামাজ আদায় করে এ মসজিদে। শুক্রবার জুমায় মুসল্লীদের জায়গা হয়না মসজিদের ভিতরে।

এই মসজিদে নিয়মিত নামাজ আদায়ে আসা এক মুসল্লী আওয়ার ইসলামকে বলেন, আমাদের সামর্থ হয়ে ওঠেনি একটি সুন্দর মসজিদ নির্মাণের। অথচ আশপাশের মসজিদেই সরকারি ভাবে অনুদান পেয়েছে। শ্রীপুর রেলওয়ে স্টেশনের মসজিদটি কয়েক যুগের পুরনো। তাছাড়া শুক্রবার মসজিদে মুসল্লীদের জায়গাও না। এ অবস্থায় সরকারি অনুদান বেশি প্রয়োজন হয়ে পড়ে।

মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান সজল আওয়ার ইসলামকে বলেন, প্রতি শুক্রবার মসজিদে আসা মুসল্লীরা যে দান করেন সে টাকা দিয়ে মসজিদ পরিচালনা করা হয়। মসজিদের জন্য যদি কিছু করা যায় তাহলে আল্লাহর এই ঘরে আল্লাহর বান্দারা নামাজ আদায় করতে পারবে।

এবিষয়ে শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আহমাদুল কবির দারা মন্ডল বলেন, পৌর মেয়রের সাথে কথা বলে মসজিদটির জন্য অনুদানের ব্যবস্থা করা হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ