সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


এহ্ইয়াউসুন্নাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান।।

খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়িতে এহ্ইয়াউসুন্নাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ ৩৪ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(১১ জানুয়ারি) দুপুরে ভূজপুর জামিয়া আবু বকর (রাঃ) আল ইসলামিয়া মাদ্রাসার মাঠে এসব পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এহ্ইয়াউসুন্নাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতী নাগরিক, এহ্ইয়াউত্তুরাস আল ইসলামির চেয়ারম্যান শাইখ আবু মুহাম্মদ আল গাল্লাফ।

অনুষ্ঠান উদ্বোধন করেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম তালুকদার, মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন। এছাড়াও মাদ্রাসার শিক্ষক ও এহইয়াইসুন্নাহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি বলেন, এ দেশের মুসলমান নাগরিকরা আমাদের ভাই। তাদের সাহায্য করা আমাদের কর্তব্য। এর আগেও এ দেশে এসেছিলাম। তার তুলনায় এখন দেশ অনেক উন্নত হয়েছে দেখে ভালো লাগছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘মানুষকে সহায়তা করা ভালো কাজ, কাউকে ভালো উপদেশ দেয়াও ইবাদত। এটি কোরআনের শিক্ষা। ফাউন্ডেশনের এই কর্মকান্ডকে স্বাগত জানাই।

এহ্ইয়াউসুন্নাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান বলেন, অত্র ফাউন্ডেশন অসহায়, অসচ্ছল, গরীব মানুষের পাশে সবসময় থাকে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা করে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ