রফিকুল ইসলাম জসিম
নিজস্ব প্রতিবেদক>
বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে একমাত্র ইসলাম ধর্মের অনুসারী ‘পাঙাল বা মণিপুরী মুসলিম নামেই পরিচিত এ সম্প্রদায়ের মধ্যে পাঁচ শতাধিক গরিব, অসহায় ও শীতার্তদের হাতে শীতবস্ত্র উপহার দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকাল ২ ঘটিকায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন আদমপুর ইউনিয়নের তেতই গাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বামডো এর বাস্তবায়নের বাংলাদেশের আলোচিত একজন ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত অরাজনৈতিক দাওয়াহ ও মানবিক সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে বামডো'র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালিক এর সঞ্চালনায় বামডো এর সভাপতি মোঃ নূর উদ্দিনের সভাপতিত্বে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঢাকা টিম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের মৌলভীবাজার প্রতিনিধি মাওলানা এহসান জাকারিয়া ও বামডো উপদেষ্টা মন্ডলীর সহ মণিপুর মুসলিম সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতে দরিদ্র ও অসহায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ সমাপ্ত করেন৷
আস-সুন্নাহ ফাউন্ডেশনের মৌলভীবাজারের স্থানীয় প্রতিনিধি মাওলানা এহসান জাকারিয়া বলেন, মৌলভীবাজারের অনেক শীত অনুভূত হচ্ছে। শীতকালে দেশের সুবিধাবঞ্চিত গরিব ও নিম্ন আয়ের মানুষেরা অনেক কষ্টে জীবন যাপন করে। তাদের পাশে দাঁড়ানোর জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের কাছে অনেক কৃতজ্ঞ। সংগঠনের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঢাকা থেকে আগত প্রতিনিধিরা বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি হয়ে মণিপুরি মুসলিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার জন্য এসেছি। স্থানীয় প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তাদের মুখে হাসি ফোটানোর এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান।
গত ৩ বছর ধরে আস সুন্নাহ্ ফাউন্ডেশন দেশের অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দা’ওয়াহ কার্যক্রম পরিচালনা করেছে।
এছাড়া ফাউন্ডেশনের মাধ্যমে অনাথ ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ মাদরাসাতুস সুন্নাহ নামে স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠানও গড়ে তুলেছে আস সুন্নাহ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের এমন বহুমুখী সেবার মাধ্যমে জনগণ উপকৃত হচ্ছেন।
-এটি