সৈয়দ হেলাল আহমদ বাদশা।।
গোয়াইনঘাট সিলেট>
"পতিত জমি আবাদ করে সোনার ফসল তুলো ঘরে"- এই শ্লোগনে অনুপ্রাণিত যেন আলীরগ্রামের কৃষক সমাজ। সাময়িকভাবে পড়ে থাকা পতিত জমি আবাদ করে সবুজ আর হলুদের সোনার সমারোহে ফুটেছে গ্রামবাসীর মুখে হাসি।পড়ে থাকা জমি থেকে ঊৎপাদিত হচ্ছে কোটি টাকার ফসল। কূষকদের পানি,বিদ্যুৎসহ প্রয়োজনীয় সহয়তার দাবি।
উপজেলার সদ্য গঠিত ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের পশ্চিম আলীরগ্রাম মৌজার " আলীরগ্রাম উনাই হাওর"। প্রায় দুই যুগ থেকে পতিত জমি আবাদ করে গ্রামবাসী জনসাধারনের খাদ্য চাহিদা মিঠিয়েও অর্থনৈতিক সফলতা পেয়েছে অনেক পরিবার।
কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতা পেয়ে পতিতসহ ব্যাক্তিগত জমিতে চাষাবাদে উদ্যোগী কৃষকরা রবি মওসুমে শাক শবজি এবং বোরো উৎপদনে এগিয়ে আসায় বছরে কোটি টাকার কৃষিপণ্য উৎপাদন করছেন উনই হাওর থেকে। গেল বছর পরিতোষ চন্দ্র দেব উনাই হাওরে ৭০বিঘা জমিতে 'কৃষি দিবানিশি" নামের প্রজেক্ট করে বিভিন্ন প্রকার সবজি তরমুজ,নাগামরিচের চাষের বম্পার ফলনে ৫/৬ মাসে কুড়িলক্ষ টাকা লাভ করে অনুকরনীয় হন কৃষকদের কাছে।
এ বৎসরও গ্রামের উকিল আলী,মরতুজ, জামাল, আঃ করিম কামাল মুহিবুর ফখরউদ্দিন গং পরো গ্রামবাসী উনাই হাওরে সরিষা,ফরাশ কদু আলু মূলা ধনিয়া চাষ করে উনাই হাওরকে পরিণত করেছেন হুলুদ-সবুজের এক অনন্য সৌন্দর্যের মাঠে।উনাই হাওর হয়ে উঠেছে গ্রামবাসী নর নারীর জীবন জীবিকার প্রধান উৎসে। প্রতি বছর সবজি, সরিষা আর বোরো আবাদে কমপক্ষে ৩ কোটি টাকার ফসল উৎপাদন হচ্ছে এই হাওর থেকে। কৃষকরা জানান এখানে পানি বিদ্যুৎ সুবিদা হলে এই হাওর থেকে উত্তোলন হবে সবুজ সোনা।
কৃষকদের অভিযোগ প্রায় দুিই যুগ থেকে উনাই হাওরে তারা চাষাবাদ করে পরিবার পরিজেনের মুখে খাবার তুলে দিচ্ছেন, সরকারের কাছে গরীব দু্ঃখী ভূমিহীন পরিবারে বন্দেবস্তের আবেদন করেছেন, ক্ষতিপূরন হিসাবে খাজনাও একবার দিয়েছেন।
এরই মধ্যে একটি প্রভাবশালী চক্র মিথ্যা তথ্যের আবেদন দিয়ে ব্যাক্তিস্বার্থ চরিতার্থে লিপ্ত থেকে গ্রামবাসীর মুখের গ্রাস কেড়ে নিতে চাচ্ছে।ঐ জমি গ্রামের ভূমিহীনদের বন্দোবস্তের দাবি গ্রামবাসীর।
সরেজমিন গিয়ে দেখা যায় উনাই হাওর অপরুপ সাজে সেজে উঠার দৃশ্য। যেন বিস্তৃিত দিক নিয়ে সরিষার হলুদ ফুল মৌমাছির গুঞ্জন,সবুজ সবজির দিকবিস্তৃিত সবুজতা,কৃষকদের প্রানান্ত শ্রমে সৃষ্ট মনকাড়া মাঠ যেন মনে হয়" বাঁচতে হলে খাদ্য চাই -চলো সবাই মাঠে যাই" এই শ্লোগানের বাস্তব রুপ দিতেই গ্রামের অসংখ্য কৃষকের মাঠেই দিন কাটছে।
তারা জানালেন সরকারের আর্থিক সহয়তা,পানি বিদ্যুৎ সুবিধা পেলে উনাই হওর থেকে রাশি রাশি সবুজ সোনা উত্তোলন হবে, বাড়বে উৎপাদন দেশের অর্থনৈতিক চাকাকে করবে আরও গতিশীল।
গোয়াইনঘাটের উনাই হাওরে সরিষা আর সবজির মাঠে উৎপাদন বাড়াতে কৃষকরা দিচ্ছেন ঘামঝরা শ্রম।
এনটি