আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকচাপায় এক প্রবাসীসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার রাত ৮ টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের কৈপাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
জানা যায় নিহতরা হলেন, উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল গ্রামের হযরত আলীর ছেলে বিদ্যুত আলী (৩২) ও একই গ্রামের ফিরুর ছেলে বিদেশ ফেরত রাজন আলী (২৯)।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে জানান, বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৮টার দিকে তারা একটি মোটরসাইকেলে করে স্থানীয় তারাগুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।
খবর পেয়ে হাজারো গ্রামবাসী রাস্তায় নেমে আসেন এবং ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় কুষ্টিয়া-প্রাগপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
-কেএল