সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


গোয়াইনঘাটে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে টিকা কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা।।

গোয়াইনঘাট সিলেট>

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের ১২ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে।

সোমবার (১০ জানুয়ারী) সকাল ১০টায় কোভিড-১৯ ফাইজারের টিকা উপজেলা হলরুমে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ৩৬১১জন ছাত্র/ ছাত্রীর লক্ষ্যমাত্রা নিয়ে ১২-১৮ বছর বয়সীদের মধ্যে ১ম ডোজ টিকার কার্যক্রম শুরু হয়।

প্রথম দিনের টিকা কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রেহান উদ্দীন। বেলা ১. ৩০ মিনিটে টিকা কার্যক্রমের পরিদর্শন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। তিনি বলেন,অত্যন্ত সুশঙ্খলভাবে টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রেহান উদ্দীন জানান,প্রতিদিন ৩ হাজার করে ১৯ হাজার ২০০শত শিক্ষার্থীকে টিকা দেয়ার কথা রয়েছে।

তিনি জানান, স্কুলশিক্ষার্থীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফাইজার-বায়োনটেকের টিকা দেওয়া হচ্ছে। টিকা দেওয়ার জন্য রয়েছে ৫টি বুথ। প্রথম দিনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩,৫০০ শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। গড়ে প্রতিদিন তিন হাজার থেকে তিন হাজার ৫০০ শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র না থাকায় জন্মসনদ ব্যবহার করে টিকার জন্য নিবন্ধন করা হয়েছে।

এদিকে টিকা কার্যক্রমের প্রথম দিনেই উপজেলার শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় ও দীর্ঘ লাইন ছিল। যার কারণে উপজেলা সদরে অনেকটা যানজটের সৃষ্টি হয়েছে। সাবেক ছাত্রলীগ সদস্য ইনশাদ হোসাইন রাজিব বলেন, অপরিকল্পিত ভ্যাকসিন প্রদানের জন্য উপজেলা পরিষদের সামনের রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। তিনি কর্তৃপক্ষের আরও দ্বায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

পরবর্তী টিকা কার্যক্রমের জন্য গোয়াইনঘাট উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদানের তারিখ সময় ও টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ