নুরুল কবির আরমান।।
খাগড়াছড়ি প্রতিনিধি>
খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়াস্থ মদিনাতুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রদের সবক উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১০জানুয়ারি) সোমবার সকাল ১০টায় হিফজ বিভাগের এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাত্রদেরকে হিফজের সবক প্রদান করে খাগড়াছড়ি কালেক্টরেট জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ হাবিবুল্লাহ জাহাঙ্গীর।
মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মাওলানা মুফতী ইমাম উদ্দিন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল আলম।
পবিত্র কুরআন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন হাসপাতাল গেট জামে মসজিদের খতিব মাওলানা শফিউল্লাহ আল হাবিবী , এপিবিএন জামে মসজিদের ইমাম মাওলানা আলী মর্তুজা, কলাবাগান মসজিদের ইমাম মাওলানা নুরুল কবির আরমান প্রমূখ।
মাহফিলের বক্তাগণ হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে কুরআনের হাফেজের পিতা-মাতাকে এমন টুপি পরিধান করাবেন যার আলো সূর্য থেকে বেশি আলোকিত হবে। আলোকিত মানুষ এবং সমাজ গড়তে কুরআন বুঝে পড়া এবং আদেশ নিষেধ মেনে চলার কোন বিকল্প নেই।
এ সময় খাগড়াছড়ি আউটার স্টেডিয়াম জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ,সবজি বাজার মসজিদের ইমাম হাফেজ মাহফুজ, মাদ্রাসা পরিচালনা কমিটির অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল্লাহ,বিশিষ্ট ঠিকাদার আবুল কালাম খান, বিশিষ্ট ঠিকাদার শোয়াইব খান, মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা ইব্রাহিম,হিজ বিভাগের শিক্ষক মাওলানা হাফেজ বেলাল হাফেজম হাবিবুর রহমানসহ ছাত্রদের অভিভাবক ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশ, জাতি ও ইসলামের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী।
এনটি