সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


কেরাত সম্মেলন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: আরো এক মাদরাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাগেরহাটের ফকিরহাটে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মাদরাসাছাত্রের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। প্রথমে তিনজনের মৃত্যু হওয়ার পর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহত হয়েছে একজন।

খুলনায় সন্ধ্যাকালীন আন্তর্জাতিক কিরাত সম্মেলন শেষে ওই রাতে পাঁচজন ছাত্র সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদরাসায় ফিরছিল বলে পুলিশ জানায়। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদরাসার ছাত্র।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনা-মোংলা মহাসড়কে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। আহত একজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন।

নিহতরা হলো বাগেরহাট সদর উপজেলার রণজিৎপুর গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুল্লা আল মাহামুদ (২৫), জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের ফেরদাউস আলীর ছেলে আব্দুল গফুর (১৪) এবং সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মালেখা গ্রামের আশরাফ আলীর ছেলে সালাউদ্দিন (১৭), ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের আবু বক্কর শেখের ছেলে শাকিব হাসান (১৭)।

তারা সবাই বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের আল জামিয়াতুল ইসলামিয়া হাকিমপুর মুহাঃ আলীশাহ দারুস সুন্নাহ মাদরাসার হোস্টেলে থেকে পড়ালেখা করছিল।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে পাঁচজন মাদরাসাছাত্রকে নিয়ে সিএনজিটি বাগেরহাটের হাকিমপুরে আসছিল। পথিমধ্যে শ্যামবাগাত এলাকায় পৌঁছলে মোংলা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলে তিনজন মাদরাসাছাত্র নিহত হয় এবং পরে ঢাকা নেওয়ার পরে আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসেন।

আহত হুসাইন শেখকে (১৭) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় বলে ওসি জানান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ