আওয়ার ইসলাম ডেস্ক: খতীবে আজম আল্লামা ছিদ্দিক আহমদ (রহ.) এর সাহেবজাদা ও দেশের সর্ববৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারীর শূরা সদস্য মাওলানা হাফেজ সোহাইব নোমানীর জানাজা সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার ( ৪ জানুয়ারী) বাদ আছর বরইতলী ফয়জুল উলুম মাদরাসা মাঠে ড. আ ফ ম খালিদ হোসাইনের ইমামতিতে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে হাটহাজার মাদরাসারর শূরা সদস্য মাওলানা হাফেজ সোহাইব নোমানীর জানাজা সম্পন্ন হয়েছে। কানায় কানায় ভরপুর ছিল বরইতলী ফয়জুল উলুম মাদরাসা মাঠ।
এর আগে সোমবার দিবাগত রাত ১টায় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন তিনি।মৃত্যুকালে মাওলানা সোহাইব নোমানীর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, ৪ মেয়ে বহু শুভাকাক্ষি রেখে গেছেন।
ব্লাডার ইনফেকশনের কারণে মাওলানা সোহাইব নোমানী চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত ১টায় তিনি ইন্তেকাল করেন।
মাওলানা সোহাইব নোমানী কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ফয়জুল উলুম মাদরাসার মুহতামিম ছিলেন। ৪০ বছর এই প্রতিষ্ঠান পরিচালনা করেছেন।
এনটি