নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা ছোহাইব নোমানী রহ. (৬৫) দাফন মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে সম্পন্ন হয়েছে।
নামাজে জানাজায় বিপুল সংখ্যক আলেম, উলামা, রাজনীতিবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণ অংশগ্রহণ করেন। তিনি গতকাল চট্টগ্রাম নগরীর একটি বিশেষায়িত বেসরকারি নগরীর হাসপাতালে ইন্তেকাল করেন।
জানাজার নামাজে ইমামতি করেন আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন।
মরহুম ছোহাইব রহ. কক্সবাজারের বরইতলী গ্রামে ১৯৫৭ সনে জন্মগ্রহণ করেন। হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলামে পড়াশোনা করে পরবর্তীতে পটিয়া মাদ্রাসায় দাওরায়ে হাদীস সম্পন্ন করেন।
বিগত চল্লিশ বছর যাবত আমৃত্যু বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালকের দায়িত্ব সুচারুভাবে পালন করেন। তিনি দীর্ঘদিন যাবত উম্মুল মাদারিস খ্যাত দারুল উলুম হাটহাজারীর মজলিশে শূরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি উপমহাদেশের বর্ষীয়ান আলেমে দ্বীন, সাবেক সংসদ সদস্য, নেজাম ইসলাম পার্টির সভাপতি, পটিয়া মাদ্রাসায় শাইখুল হাদীস খতিবে আযম মাওলানা ছিদ্দিক আহমদ রহ. এর ২য় সন্তান।
আল্লামা মুফতি আবু তাহের দা.বা. বরইতলীর প্রধান মুফতি, পটিয়ার শিক্ষা পরিচালক মুফতি জসিম উদ্দিন, দারুল মা'আরিফের নায়েবে মুদির আল্লামা ফুরকানুল্লাহ খলিল, সহকারী পরিচালক বরইতলী মাদ্রাসার ইব্রাহিম আজিজী সাহেব, বরইতলীর চেয়ারম্যান সালেকুজ্জামান, তানিজিমে আহলে হকের সহসভাপতি মুফতি এনামুল হক প্রমুখ নামাজে জানাযার পূর্বে বক্তব্য রাখেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে যান। তার জ্যেষ্ঠ পুত্র ডা. রাগিবুল ইসলাম চট্টগ্রাম বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ডেন্টিস্ট্রি বিভাগের প্রধান হিসেবে কর্মরত।
এনটি