সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


গোয়াইনঘাট ও জৈন্তাপুরে মুক্তিযোদ্ধাদের সম্মানে স্থায়ীভাবে ‘বীর চেয়ার’ স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>

জাতীর শ্রেষ্ট সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের জন্য সিলেট জেলার ১১ টি থানায় এবং পুলিশ সুপার অফিসেও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের জন্য চেয়ার সংরক্ষিত করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে সিলেট জেলার অন্যান্য থানার মতো জৈন্তাপুর থানায় ও রোববার গোয়াইনঘাট থানায় স্থায়ীভাবে মহান মুক্তিযুদ্ধের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্থায়ীভাবে বসার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যালয়ে একটি “বীর চেয়ার” স্থাপন করা হয়।

চেয়ার স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার যাদবময় বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপ-পুলিশ পরিদর্শক কাজী শাহেদ আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের অন্যান্য মুক্তিযোদ্ধারা সদস্য সহ থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। উভয় উপজেলার মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডের সাবেক ও ভারপ্রাপ্ত কমান্ডারদের স্থাপিত বীর চেয়ারে বসানো হয়।

গোয়াইনঘাট উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হক ও জৈন্তাপুর উপজেলার ভারপ্রাপ্ত কমান্ডার যাদবময় বিশ্বাস বলেন,মান্যবর সিলেট জেলার পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রতিটি থানায় একটি করে স্থায়ী আসন স্থাপন করে যে সম্মান দিয়েছেন তা অকল্পনীয়। আমরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)পরিমল চন্দ্র দেব ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ
বলেন,স্মরনকালের শ্রেষ্ঠ সংযোজন মুক্তিযোদ্ধা দের জন্য সংরক্ষিত চেয়ার। জাতির সুর্য সন্তানদের সঠিক মুল্যায়ন করা কঠিন,তবে এই ব্যবস্থা বিশেষ মুল্যবান।

মান্যবর পুলিশ সুপার ফরিদ উদ্দীন পিপিএম মহোদয়ের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধোর সূর্য সন্তানদের সম্মানে একটি বিশেষ ক্ষেত্র তৈরী করে দিয়েছে।

আমরা সহ আমাদের থানার সকল অফিসারগণ গর্বিত,সিলেট পুলিশ সুপার ফরিদ উদ্দিন (পিপিএম) স্যারের প্রতি তারা কৃতজ্ঞতা জানান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ