আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজার শহরে সোমবার মাত্র ৩০ গজ দূরত্বে একই সময়ে জেলা বিএনপি ও যুবলীগের কর্মসূচি ঘোষণায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
এতে কক্সবাজার শহরে শহীদ সরণিস্থ জেলা বিএনপির কার্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ২০০ গজ দূরত্বজুড়ে যেকোন ধরনের সভা-সমাবেশ এবং মিছিল-মিটিংসহ জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রশাসনের এ নির্দেশনা কার্যকর থাকবে।
বেগম জিয়ার ‘সু-চিকিৎসা ও মুক্তির’ দাবিতে জেলা বিএনপি মহাসমাবেশ এবং বিগত জাতীয় নির্বাচনে বর্তমান সরকারের তিন বছর পূর্তি উপলক্ষ ‘বিজয় উৎসব’ আয়োজনকে ঘিরে এ পরিস্থিতিতে প্রশাসন এ নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এ নির্দেশনা জারির বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।
অনেকদিন আগে থেকে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ৩ জানুয়ারি কক্সবাজারে জেলা বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য করে। অন্যদিকে দুদিন আগে বিগত জাতীয় নির্বাচনে বর্তমান সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে গত ৩০ ডিসেম্বর কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে 'বিজয় উৎসব' পালনের কর্মসূচির ঘোষণা দেয় জেলা যুবলীগ।
কিন্তু গত ২৮ থেকে ৩০ ডিসেম্বর শহীদ দৌলত ময়দান ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা’ অনুষ্ঠিত ওই কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে ৩ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ওই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
আবু সুফিয়ান বলেন, কক্সবাজার শহরে মাত্র ৩০ থেকে ৫০ গজ দূরত্বে একই সময়ে দুইটি রাজনৈতিক সংগঠনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। এতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেয়ায় ভর পর্যটন মৌসুমে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, প্রশাসনের জারি করা নির্দেশনা বাস্তবায়নে ঘটনাস্থলে ও মাঠে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে পুলিশ ও র্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের নির্দেশনা যারা অমান্য করবে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান আবু সুফিয়ান।
-এএ