ইকবাল হোসেন।।
গাজীপুর প্রতিনিধি>
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠান, স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন সহ তার কর্মী-সমর্থকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন।
আজ রোববার (২ জানুয়ারি) বিকাল ৪টার সময় বরমী বাজার জনতার মোড়ে এই মানববন্ধন হয়। মানববন্ধনে এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তৃতায় আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেন সরকার ভোটারদের উপর চাপ প্রয়োগ, কর্মী সমর্থকদের হুমকি প্রদানসহ আচরণবিধি লংঘন করে আসছে।
এসময় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন অভিযোগ করে আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমার নির্বাচনী গণজোয়ার দেখে নৌকার প্রার্থী নানা ভাবে দলীয় ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন।
তারা নিজেরা নৌকার অফিস ভাংচুর করে মিথ্যা নাটক সাজিয়ে আমাকে সহ আমার কর্মীদের প্রায় অর্ধ শতাধিক নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। সবশেষ প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আনারস প্রতীকের বিজয়ী হবে আশাবাদী।
-এটি