সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


রোহিঙ্গা ক্যাম্পের করোনা হাসপাতালে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রোববার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে ক্যাম্প-২০ এর বর্ধিত ব্লকে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যাম্পের লোকজনকে নিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর অধিনায়ক মো. নাইমুল হক বলেন, উখিয়া বালুখালী ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা পরিচালিত করোনা হাসপাতালে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

পরে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসসহ রোহিঙ্গা মিলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা বলেন, উখিয়ার ক্যাম্প-২০ এর বর্ধিত ব্লকের একটি হাসপাতালের কক্ষে আগুন লাগে।

পরে অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস, রোহিঙ্গাসহ অন্যান্য মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে অগ্নিকাণ্ড সংগঠিত হয় বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে কেউ হতাহত হয়নি।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ