বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


পাকিস্তানকে বিক্রি করবেন না: পিএমএল-এন নেতা আসিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদে উত্থাপিত ‘ক্ষুদ্র বাজেটের’ সমালোচনা করেছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা খাজা আসিফ।

তিনি বলেছেন, ‘পাকিস্তানকে বিক্রি করবেন না। দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) হাতে চলে যাচ্ছে।’ দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশে বিরোধী দলীয় এই নেতা বলেন, ‘পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ আইএমএফ-কে দিচ্ছেন। পাকিস্তানের জনগণের প্রতি সদয় হোন। তিন বছর ধরে মানুষকে লুটের সুযোগ করে দিয়েছেন।’

গত বৃহস্পতিবার জাতীয় পরিষদে ‘দ্য ফাইন্যান্স (সাপ্লিমেনটারি) বিল-২০২১ বা ‘ক্ষুদ্র বাজেট’ উত্থাপন করেন অর্থমন্ত্রী সৈকত তারিন। এ সময় প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করে এসব কথা বলেন আসিফ। বিরোধী দলীয় নেতারা বিলের ব্যাপক সমালোচনা করেন।

আইএমএফ থেকে ৬ বিলিয়ন ডলারের ‘এক্সটেন্ডেড ফান্ড’ সুবিধার ষষ্ঠ পর্যালোচনা নিশ্চিতে এই বিলের অনুমোদন প্রয়োজন। বিল অনুযায়ী, বিভিন্ন সেক্টরের ওপর কর বাড়ানো হবে।

বিল অনুযায়ী, মোবাইলের ওপর এককভাবে ১৭ শতাংশ কর, আমদানিকৃত ইলেক্ট্রনিক যানবহনের ওপর ১৭ শতাংশ কর, ডেইরি পণ্যের ওপর ১০ থেকে ১৭ শতাংশ কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিলে চিনি ও অন্যান্য সেক্টরে কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ