বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসরায়েল-ফিলিস্তিন বিরোধ নিয়ে আব্বাস ও পুতিনের ফোনালাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, ইসরায়েলের অর্থনৈতিক ও নিরাপত্তা পদক্ষেপ রাজনৈতিক পন্থার বিকল্প হতে পারে না। খবর সিনহুয়া।

সরকারি এক বিবৃতির বরাত দিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএফএ পরিবেশিত খবরে বলা হয়, ফোনালাপ চলাকালে আব্বাস ও পুতিন বড়দিন ও নববর্ষের ছুটি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। তারা এ অঞ্চলসহ সারা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা কামনা করেন।

এ দুই নেতা ফিলিস্তিন সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

পুতিনকে আব্বাস বলেন, ‘রাজনৈতিক পন্থার অনুপস্থিতি, দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে ইসরায়েলের অস্বীকৃতি, ফিলিস্তিনি অর্থনীতি দমন অব্যাহত রাখার প্রেক্ষাপটে ফিলিস্তিন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।’

আব্বাস আন্তর্জাতিক প্রস্তাব ও ইন্টারন্যাশনাল কোয়ার্টেটের বৈঠক অনুযায়ী, রাজনৈতিক পন্থায় এ সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। রাশিয়া যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের সমন্বয়ে এ কোয়ার্টেট গঠন করা হয়।

তিনি একতরফাভাবে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ বিশেষ করে বসতি স্থাপন, ফিলিস্তিনের জমি দখল, ঘরবাড়ি উচ্ছেদ এবং পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি নাগরিকদের বিতাড়িত করা বন্ধের ব্যাপারে গুরুত্বারোপ করেন।

আব্বাস সতর্ক করে দিয়ে বলেন, ইসরায়েল এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখলে এ অঞ্চলে অপ্রত্যাশিত উত্তেজনা ছড়িয়ে পড়বে।

মঙ্গলবার রাতে তেলআবিবের কাছে প্রতিরক্ষামন্ত্রী বেনি গাঞ্জের সঙ্গে আব্বাসের সাক্ষাতের পর পুতিন ও আব্বাসের মধ্যে এ ফোনালাপ হয়। এ সাক্ষাৎকালে তারা নিরাপত্তা ও বেসামরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ