বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


আরব সাগরে ৪০ লাখ ডলারের হেরোইন জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আরব সাগরে অভিযান চালিয়ে তিনশ ৮৫ কিলোগ্রাম (৮৪৯ পাউন্ড) হেরোইন জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জানা গেছে, হেরোইনের আনুমানিক নাজার মূল্য প্রায় ৪০ লাখ ডলার। গুরুত্বপূর্ণ সেই অঞ্চল থেকে এবারই প্রথম এক সঙ্গে এতো বিপুল পরিমাণে মাদক জব্দের ঘটনা ঘটল বলে দাবি নৌ কর্মকর্তাদের।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) মার্কিন মিডিয়া এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, ইউএসএস টেম্পেস্ট ও ইউএসএস টাইফুন নামে জাহাজ মধ্যপ্রাচ্যের জলসীমায় চলমান একটি মাছ ধরার নৌকা থেকে মাদকগুলো জব্দ করে। আন্তর্জাতিক টাস্ক ফোর্স বিবৃতির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে। যদিও গত সোমবার মাদক দ্রব্যগুলো জব্দ করা হয়।

বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের টাস্কফোর্স এরই মধ্যে নিজেদের টহল জোরদার করেছে। চলতি বছর তারা প্রায় ২০ কোটি ডলার মূল্যমানের মাদক দ্রব্য জব্দ করে। শেষ চার বছরে এলাকাটি থেকে এতো পরিমাণে মাদক দ্রব্য জব্দ করা সম্ভব হয়নি।

জাতিসংঘের গ্লোবাল সিন্থেটিক ড্রাগস অ্যাসেসমেন্টের গত বছরের তথ্যানুযায়ী- বলকান, দক্ষিণ ককেশাস পর্বতমালাসহ সৌদি আরবের জীর্ণ স্থলপথে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তান হয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে হেরোইন পাচার হয়।

উল্লেখ্য, গত নভেম্বর মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্য থেকে পুলিশ ২৫০ টন অবৈধ গাঁজা জব্দ করেছিল। হোয়াইট সিটির কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল গুদামে অভিযান চালিয়ে পুলিশ এগুলো জব্দ করা হয়।

পুলিশের ড্রাগ এনফোর্সমেন্টের একটি দল দুইদিনব্যাপী এক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ প্রায় পাঁচ লাখ পাউন্ড গাঁজা উদ্ধার করে। ওরেগন রাজ্যের পুলিশ জানিয়েছে, জব্দ করা মাদক দ্রব্যগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ কোটি ডলার।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ