আওয়ার ইসলাম ডেস্ক: দুবাইয়ে অনুষ্ঠিত পবিত্র কুরআন মুখস্থ করার চূড়ান্ত পরীক্ষায় ১১৬ জন আমিরাতি নারী ও পুরুষ বন্দি অংশগ্রহণ করেছে।
দুবাই সংশোধনমূলক প্রতিষ্ঠান এবং কারাগারে ২০২১ সালে পবিত্র কুরআন হেফজ কোর্সের চতুর্থ পর্বের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ের পরীক্ষায় বিভিন্ন বিভাগে ১১৬ জন নারী ও পুরুষ বন্দী অংশগ্রহণ করেন। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আদেশে, শীর্ষ অংশগ্রহণকারীদের শাস্তি হ্রাসে অন্তর্ভুক্ত করা হবে।
আদেশে বলা হয়েছে, যে সমস্ত বন্দী সম্পূর্ণ কুরআন মুখস্থ করবে তাদের শাস্তি ২০ বছরের সাজা কমানো হবে, যারা ২০ পারা মুখস্থ করবে তাদের ১৫ বছরের সাজা হ্রাস করা হবে এবং যারা ১৫ পারা মুখস্থ করতে তাদের ১০ বছরের সাজা হ্রাস করা হবে।
এছাড়াও, যারা পবিত্র কুরআনের ১০ পারা মুখস্থ করবে তাদের শাস্তি ৫ বছর হ্রাস পাবে এবং যারা কুরআনের ৫ পারা মুখস্থ করবে তাদের শাস্তি এক বছর হ্রাস করা হবে এবং যারা ৩ পারা মুখস্থ করবে তাদের ৬ মাসের সাজা হ্রাস করা হবে।
দুবাইয়ে বন্দীদের জন্য অনুষ্ঠিত কুরআন হেফজের পরীক্ষা এই সপ্তাহের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। সূত্র: ইকনা
-এটি