আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ধরন যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে তাতে সংক্রমনের সুনামি আসন্ন বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বুধবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস এ তথ্য জানান।
তিনি বলেন, ওমিক্রন ও ডেল্টার জোড়া আঘাত করোনা সংক্রমণের সুনামি সৃষ্টি করতে পারে। যা স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যব্যবস্থা’র ওপর বড় ধরনের চাপ প্রয়োগ করবে। ফলে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়তে পারে।
করোনার বিরুদ্ধে ২০২২ সালেও লড়াই করতে হবে জানিয়ে টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, সংস্থার ১৯৪টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯২ দেশের ৪০ শতাংশ নাগরিককেও টিকা দেওয়া হয়নি। তাই নতুন বছরের জুলাইয়ের আগেই দেশগুলোর ৭০ শতাংশ নাগরিককে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
ডব্লিওএইচওর তথ্যে, গত সপ্তাহের থেকে এ সপ্তাহে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশ। -আল জাজিরা, বিবিসি।
-এএ