আওয়ার ইসলাম ডেস্ক: মিশরের দৃষ্টি প্রতিবন্ধী রুয়া আল-সায়্যিদ আল-মুতাওয়ালি সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন। প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি মাত্র ১৮ মাসে সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছেন।
রুয়া আল-সায়্যিদ আল-মুতাভি মিশরের আল-দুখলিয়া গভর্নরেটের তামি আল-আমিদ জেলার কাফর সানজাব গ্রামের আল-আজহার স্কুলে প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত রয়েছেন। অন্ধত্ব সত্ত্বেও তিনি গ্রামের কুরআন শিক্ষক শেখ আল-আহমাদির সহযোগিতায় দেড় বছর সম্পূর্ণ পবিত্র কুরআন মুখস্থ করতে সক্ষম হন।
আল-আজহার স্কুলের অধ্যক্ষ ইহাব আল-শরিফ বলেছেন, রুয়া আল-সায়্যিদ আল-মুতাভি স্কুলে প্রবেশ করার পর থেকে খুব পরিশ্রমী ছিলেন এবং গত কয়েক বছরে তার গ্রেড বেড়েছে। পাশাপাশি তিনি সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছেন।
তিনি বলেন, রুয়া বেশ কয়েকটি স্কুলে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং অনেক পুরস্কারও জিতেছেন। একাধিকবার প্রশংসিতও হয়েছেন তিনি।
স্কুলের প্রশিক্ষক সালমে বকর বলেন, আমরা রুয়ার উপস্থিতিতে খুব খুশি। আমাদের স্কুল অনেক উন্নতি করেছে এবং এই উন্নতির একটি কারণ হল রুয়া। তার এই সফল অন্যদের মধ্যে আশা জাগায়।
মিশরের এই দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী তার কুরআন মুখস্থ করার পদ্ধতি সম্পর্কে বলেন, আমি আমার মোবাইল ফোনে সংরক্ষিত কুরআন সফ্টওয়্যারের মাধ্যমে কুরআনের আয়াত শুনতাম এবং মুখস্থ করতাম। আমি কুরআনিক কোর্সে অংশগ্রহণ করেছি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হয়েছি। কাফর সানজাব প্রাথমিক বিদ্যালয় হতে আমি সম্মানিত হয়েছি। সূত্র: ইকনা
-এটি