বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

জিহাদের বিষয়ে বয়ান করায় ফ্রান্সে মসজিদ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফ্রান্সের উত্তরাঞ্চলের ওইসের ইমাম জিহাদের বিষয়ে বয়ান করার কারণে একটি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। ইমামের বিরুদ্ধে জিহাদ বিষয়ে বক্তব্য দেয়ার অভিযোগ করা হয়েছে।

বিবিসি জানায়, বুভে শহরে অবস্থিত মসজিদটি ছয় মাসের জন্য বন্ধ থাকবে। ওইসের এক ব্যক্তি বলেন, ইমাম জিহাদি যোদ্ধাদের ‘বীর’ হিসেবে তুলে ধরেছেন এবং ঘৃণা ও সহিংসতাকে উসকে দিয়েছেন।

দুই সপ্তাহ আগে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছিলেন, তিনি প্যারিসের ১০০ কিলোমিটার উত্তরে বুভে শহরের গ্রেট মসজিদটি বন্ধ করার প্রক্রিয়া শুরু করছেন। কারণ সেখানকার ইমাম তার বক্তৃতায় ‘খ্রিষ্টান, সমকামী ও ইহুদিদের’ বিরুদ্ধে বয়ান করছিলেন।

কর্তৃপক্ষ মসজিদটিকে জবাব দিতে ১০ দিন সময় দিয়েছিল। এএফপি স্থানীয় সংবাদপত্র কুরিয়ার পিকার্ডকে উদ্ধৃত করে বলেছে, মসজিদের ইমাম সম্প্রতি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি একজন নওমুসলিম।

মসজিদ পরিচালনাকারী অ্যাসোসিয়েশনের একজন আইনজীবী সংবাদপত্রটিকে বলেছেন, তার মন্তব্য ‘প্রাসঙ্গিক হিসেবে গ্রহণ করা হয়নি’।
আইনজীবী বলেছেন, ‘স্বেচ্ছায় বক্তৃতা করছিলেন’ ওই ইমাম, তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অনিয়মিত বক্তা হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে তিনি নিয়মিত ইমাম হিসাবে কাজ করছিলেন। ইমামের ‘ইসলামী অনুশাসন চর্চার’ প্রতি সমর্থন এবং ‘প্রজাতন্ত্রের আইনে ওপর এর শ্রেষ্ঠত্ব’ রয়েছে বলে দাবি করেছেন।

গত বছর দারমানিন চরমপন্থী সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ তুলে এমন মসজিদগুলোতে কঠোর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছিলেন। সে সময় তিনি বলেন, অল্প পরিমাণেও বিচ্ছিন্নতাবাদ উৎসাহিত করা হলে বন্ধ করে দেওয়া যেতে পারে।

হযরত মোহাম্মদ সা.-এর কার্টুন প্রদর্শনের পর শিক্ষক স্যামুয়েল প্যাটির শিরশ্ছেদ এবং ২০২০ সালের অক্টোবরে নিসে একটি ক্যাথেড্রালে তিনজনকে মারাত্মকভাবে ছুরিকাঘাতের প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। এসব ঘটনার জন্য ইসলামপন্থীদের দায়ী করা হয়েছিল।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের চরমপন্থার সন্ধানে ফ্রান্সের ২৬২০টি মসজিদের মধ্যে গত কয়েক মাসে শতাধিক মসজিদ ও নামাজের স্থানে তদন্ত চালানো হয়েছে। সূত্র: ইকনা

-আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ