আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারকে রাজনৈতিক সমর্থন দেবেন বলে জানিয়েছেন পাকিস্তানের বিরোধী দলীয় নেতা এবং জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি এমন সময় এই সমর্থনের কথা জানালেন যখন ইমরান খানের সরকার এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মধ্যে দ্বন্দ্ব চলছে।
ডনের বরাত দিয়ে বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, জেইউআই-এফ ছাড়াও পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টরও (পিডিএম) প্রধান এই ফজলুর রেহমান। আফগান শিক্ষামন্ত্রী মোল্লা আব্দুল বাকি হাক্কানি তাকে আঞ্চলিক রাজনীতি নিয়ে আলোচনা করতে নিজ বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে আলোচনাকালে তিনি এই সমর্থন জানান।
আলোচনাকালে ফজলুর রহমান আফগান মন্ত্রীকে বলেন, ‘(ইসলামি শরীয়া) নীতির ওপর ভিত্তি করে চলা এবং সংগ্রাম ইসলামিক এমিরেটের সাফল্যের দিকে পরিচালিত করেছে।’ এসময় ইসলামিক আমিরাত আফগানিস্তান সরকারকে মেনে নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান জেইউআই-এফ’র এই নেতা।
এর আগে, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ৫৭ সদস্যের অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছিল পাকিস্তান।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পরই দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান। শুরু থেকেই নানাভাবে সহায়তা করার অভিযোগ ছিল পাকিস্তানের বিরুদ্ধে।
-এটি