সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


লঞ্চে আগুন: আরও এক পোড়া মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘এমভি অভিযান-১০’ এ অগ্নিকাণ্ডের ঘটনায় নদী থেকে আরও এক পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ওই যাত্রীর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার বিশখালি নদীতে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরসংকর গ্রামের নাপিতেরহাট সংলগ্ন বিশখালি নদীতে ভাসমান অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ প্রাথমিক ধারণা করছেন, গত শুক্রবার ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ নামের ওই লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক যাত্রী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। এ মরদেহটি ওই নিখোঁজ হওয়া যাত্রীর।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহটি লঞ্চের নিখোঁজ হাওয়া যাত্রী হতে পারে বলেও প্রাথমিক ধারণা করে ওসি বলেন, মরদেহের শরীরে পোড়া দাগ রয়েছে। এছাড়া মরদেহটি পানিতে ডুবে ফুলে আছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে দগ্ধ হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে এখনো অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভয়াবহ এ আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২ জনে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ