সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>
বাতিলের বিরুদ্ধ সেচ্চার থেকে হকের পক্ষে কাজ করতে হবে। জমিয়তে উলামা বাংলাদেশ আল্লাহ আল্লাহর রাসুলের বিধান প্রতিষ্ঠার দাওয়াত দিয়ে আসছে, আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্টার সাথে পালন করবেন।
প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামা বাংলাদেশ'র নায়বে আমির মওলানা মাহমুদুল হাসান রায়গড়ী বলেন, ২২ মার্চ ১৯৭১ সালে জমিয়তে উলামায়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে এ সংগঠনটি কার্যক্রম শুরু করে।
জমিয়তে উলামা দারুল উলূম দেওবন্দের সঠিক আদর্শ বাস্তবায়নে তোমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। কারণ একটি সু-শৃঙ্খল ও আদর্শবান ছাত্র সংগঠনের নামই হচ্ছে জমিয়তে উলামা। তিনি আরোও বলেন, আদর্শিক দিক থেকে তোমাদেরকে মডেল হতে হবে, তাহলেই দলে দলে ছাত্ররা জমিয়তে উলামায়ে যোগদান করবে। পাশাপাশি পদ পদবীর লোভ পরিহার করে ইসলামী শরীয়ত সংরক্ষণের জন্য তোমাদেরকে সংগঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে তাহলেই তোমরা সফলকামী হবে। সকল তাগুতি শক্তি বাতিল মতবাদের বিরুদ্ধে কোন আপোষ চলবে না। আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ. আজীবন সকল কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। তাই আমাদেরকেও সমাজ থেকে সকল প্রকার কুসংস্কার দূরীভূত করতে নিরলসভাবে কাজ করতে হবে।
সোমবার ২৭ ডিসেম্বর বিকেল ২টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে জমিয়তে উলামা, জমিয়তে আনসার ও জমিয়তে তালাবা বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কাউন্সিল ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জমিয়তে উলামা বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর তোয়াক্কুলী'র সভাপতিত্বে এবং গোয়াইনঘাট উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন হাতির পাড়ী ও উপজেলা আনসার'র সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ এবং তালাবা'র সভাপতি মাওলানা বাহার উদ্দিন'র সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খতিব শাহ আবু তুরাব মসজিদ সিলেট ও নাইবে আমীর জমিয়তে উলামায় বাংলাদেশ মওলানা আব্দুল কাদির বাগেরখালী।
জমিয়তে আনসার বাংলাদেশ'র সভাপতি মাওলানা রহুল আমীন আসাদী, জমিয়তে উলামা সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা রশীদ মকবুল, জমিয়তে উলামা বাংলাদেশ'র নইবে আমির হোসাইন আহমদ খরিলী, জমিয়তে উলামা বাংলাদেশ'র সাংগঠনিক সম্পাদক ক্বারী হারুনুর রশীদ, সহ-সম্পাদক জয়নাল আবেদীন, জমিয়তে উলামা বাংলাদেশ'র মহাসচিব মাওলানা নজরুল ইসলাম কাসেমী, কেন্দ্রীয় সহসম্পাদক ও সাধারণ সম্পাদক জমিয়তে উলামা সিলেট'র মাওলানা আবুল হোসাইন চতুলী, জমিয়তে উলামা বাংলাদেশ'র আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, জমিয়তে আনসার বাংলাদেশ'র সাধারণ সম্পাদক মাওলানা বদরুল আলম, মাওলানা হরমুজ উল্লাহ, মাঃ ফয়জুল করিম, মাঃ রহমত উল্লাহ, মাঃ আব্দুল হাকিম, মাঃ ফারুক আহমদ, মাঃ শাহরিয়ার, মাঃ ফখরুল ইসলাম, মাঃ আজমত উল্লাহ, মাঃ সামছুল হক, মাঃ সাইফুল আলম, মাঃ আজিজুল ইসলাম, মাঃ শামসুদ্দিন, মাঃ ইমাদ উদ্দিন লাহিন, মাঃ আলী আমজাদ, মাঃ আব্দুল হান্নান প্রমূখ।
কাউন্সিলে, জমিয়তে উলামা বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিলাল গাজী, কোষাধ্যক্ষ মাওলানা রহমতুল্লাহ,
জমিয়তে তালাবা বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ সাদিকুর রহমান, অর্থ সম্পাদক ইমাদ উদ্দিন, জমিয়তে আনসার বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মাওলানা বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা ফয়জুল হাসানসহ ১৫৭ সদস্য বিশিষ্ট জমিয়তে উলামায়ে বাংলাদেশ, জমিয়তে তালাবা ও জমিয়তে আনসার গোয়াইনঘাট উপজেলা কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দরা। উল্লেখ্য সম্মেলনে গোয়াইনঘাট উপজেলার ৬০টি কওমি মাদ্রাসার শিক্ষক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
-এটি