আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদীতে ভোট গণনা শেষে ফেরার পথে পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলা করে নির্বাচনী সামগ্রী ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে তিন পরাজিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ সময় পুলিশের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ দু'টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
রোববার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সহস্রাম ধূলদিয়া ইউনিয়নের গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কেন্দ্রের ভোট গণনা শেষে পুলিশ ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জাম নিয়ে উপজেলা সদরে ফিরছিল। কেন্দ্র থেকে বের হওয়ার সময় একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও দুই পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে নির্বাচনী সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের কাজের জন্য ভাড়া করা একটি মাইক্রোবাসসহ দু'টি গাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, হামলার ঘটনায় পুলিশ ও বিজিবি সদস্যরা অন্তত ৩০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
-এএ