আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী ও সরকারদলীয় ৩ সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ এনে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার।
রোববার (২৬ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে এ দাবি জানান তিনি।
অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন পত্রিকার সম্পাদকদের প্রদাণ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন চলমান অবস্থায় গত ২৪ ডিসেম্বর জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে জেলা ও মহানগর আওয়ামী লীগ বিজয় সমাবেশ আয়োজন করে। সেখানে সরকার দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, মীর্জা আজম ও নজরুল ইসলাম বাবু এবং সরকার দলীয় মনোনিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীসহ নেতৃবৃন্দ বক্তব্যের মাধ্যমে সরাসরি মেয়র পদে ভোট চান। যা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘণ এবং নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠ নির্বাচনের প্রতিবন্ধক। তাই নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি মোতাবেক আচরণবিধি লঙ্ঘণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ রইল।
তৈমূর আলম খন্দকার সাংবাদিকদের জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আচরণবিধি মেনে চলা সব প্রার্থীর দায়িত্ব। আর কেউ আচরণবিধি না মানলে তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া নির্বাচন কমিশনের দায়িত্ব। ২৪ ডিসেম্বর বিজয় সমাবেশের নামে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা করা হয়েছে। আমি এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছি। এখন নির্বাচন কমিশন কী ব্যবস্থা গ্রহণ করে সেই অপেক্ষায় আছি।
লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেন জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান।
এনটি