আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা।
বরিশাল নৌ-ফায়ার স্টেশনের ডুবুরি দল আজ রোববার সকাল ৯টায় উদ্ধার কাজ শুরু করে।
নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার হুমায়ুন কবির বলেন, ‘নদীর পাড়ের বাসিন্দাদের ফায়ার সার্ভিসের মোবাইল নম্বর দেয়া হয়েছে যাতে কেউ কোনো স্থানে লাশের খবর পেলে আমাদেরকে দ্রুত জানাতে পারে।’
এখন পর্যন্ত নতুন করে কোনো লাশের সন্ধান মেলেনি বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩৮ যাত্রী নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি আছেন ৮৫ জন। নিখোঁজ রয়েছেন ৫১ জন।
-এএ