সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক সিলেট বন বিভাগের বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে করেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগে পুনঃবনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্লপের" আওতায় সারী রেঞ্জের রাতারগুল বিটে রাতারগুল সোয়াম্প ফরেস্ট এলাকায় পর্যটকদের জন্য গাড়ি পার্কিং, ওয়াশ রুম, যাত্রী ছাউনি ও ট্যুরিস্ট সপ নির্মাণ স্থান পরিদর্শন এবং শেখঘাটস্থ সিলেট রেঞ্জ কার্যালয়ের নতুন রেঞ্জ অফিস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
তাছাড়াও সন্ধ্যায় বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে বিভাগীয় বন কর্মকর্তা সিলেটের সাথে চলমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভায় মিলিত হন।
পরিদর্শনকালে ও ভিত্তিপ্রস্তর স্থাপনে সাথে ছিলেন, বিভাগীয় বন কর্তাকর্তা মুহা. তৌফিকুল ইসলাম, টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্পের ডিপিডি নূরুল ইসলাম ও সংশ্লিষ্ট রেঞ্জ ও ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
-এএ