সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


রাস্তায় কুড়িয়ে পাওয়া সাড়ে ৩ লক্ষ টাকা ফেরত দিলেন মোবাইল ব্যবসায়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাগ ভর্তি ৩ লাখ ৫০ হাজার টাকা রাস্তায় কুড়িয়ে পেয়ে প্রকৃত মালিকের কাছে ফেরত দিলেন মোবাইল ব্যবসায়ী আতিক হাসান (২৮)।

বুধবার (২২ ডিসেম্বর) সততার দৃষ্টান্ত গড়েন কোম্পানীগঞ্জের টুকের বাজারের মোবাইল ব্যবসায়ী আতিক হাসান (২৮)।

জানা যায়, বুধবার বিকেলে ব্যবসয়িক কাজ শেষে সিলেট শহর থেকে মোটরসাইকেল যোগে কোম্পানীগঞ্জের টুকের বাজারে নিজ দোকানে ফিরছিলেন আতিক হাসান। সন্ধ্যায় সিলেট-ভোলাগঞ্জ সড়কের তেলিখাল নামকস্থানে ব্রীজে একটি ব্যাগ দেখতে পেয়ে মোটরসাইকেল থামিয়ে ব্যাগটি হাতে নিয়ে প্রচুর টাকা দেখতে পান। ব্যাগটি হাতে নিয়ে নিরাপদ স্থানে দাঁড়িয়ে থেকে প্রকৃত মালিকের অপেক্ষায় থাকেন। কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি টাকার সন্ধান করতে থাকলে তিনি যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের হাতে টাকা তুলে দেন। হারিয়ে যাওয়া টাকা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাকমা গ্রামের আহমদ আলী (৩৫)।

এ বিষয়ে আহমদ আলী জানান, জমি বিক্রয় করে ২ লাখ ও নিকটাত্মীয়দের কাছ থেকে ঋণ করে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে সিএনজি যোগে কোম্পানীগঞ্জে একটি ট্রাক্টর ক্রয় করতে যাচ্ছিলাম আমরা দুই ভাই। গাড়ীতে কখন জানি ঘুমিয়ে যাই বুঝতেই পারি নাই। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার টাকার ব্যাগ আমার কাছে নাই। তখন আমি কান্নাকাটি শুরু করি। সিএনজির ড্রাইভারসহ আমরা রাস্তায় রাস্তায় টাকা খুঁজতে থাকি তখন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা আতিক নামের ব্যক্তি আমাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে তিনি জানান টাকার ব্যাগ তিনি পেয়েছেন। হারিয়ে যাওয়া এতগুলো টাকা ফেরত পেয়ে বিশ্বাস হয়েছে এই যুগে এখনো ভালো মানুষ আছে।

আতিক হাসান জানান, রাস্তায় টাকাগুলো পেয়ে বুঝতে পেরেছিলাম, কারো অসাবধানতায় গাড়ী থেকে টাকাগুলো পড়ে গিয়েছে। টাকার মালিক নিশ্চিত এই রাস্তায় আবার আসবেন। ১০ মিনিট পরেই কয়েকজন ব্যক্তি টাকার সন্ধান করতে থাকলে তাদের সাথে কথা বলে বুঝতে পারি, যিনি কান্নাকাটি করছেন উনার টাকা হারিয়েছে। নিরাপদ স্থানে এসে যাচাই-বাছাই করে আল্লাহ রহমতে প্রকৃত মালিকের কাছে টাকা বুঝিয়ে দিয়েছি।

সিএনজি চালক বলেন, টাকা গুলো হারিয়ে আহমদ আলী কান্নাকাটি করছিলেন। টাকাগুলো ফেরত পেয়েও তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তবে যিনি টাকা ফেরত দিয়েছেন তিনি খুব ভালো মানুষ, কোন বিনিময় ছাড়াই তিনি টাকাগুলো প্রকৃত মালিকের কাছে ফেরত দেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ