সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘আত্মরক্ষার্থে’ চালানো গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত: বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘আত্মরক্ষার্থে’ চালানো গুলিতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশি নিহত হন বলে দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার বিএসএফের টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে দাবি করে বলা হয়, ‘গুলি চালাতে বাধ্য হয়েছে তারা।’

বিএসএফের টুইটার পোস্টে বলা হয়, “মঙ্গলবার গভীর রাতে ভারত ও বাংলাদেশের একদল চোরাকারবারি ‘বেআইনি মালামাল পাচার করার চেষ্টা’ করছিল। সে সময় তারা বিএসএফ এর জওয়ানদের ‘ঘিরে ফেলে এবং দা, বাঁশের লাঠি ও পাথর নিয়ে হামলা করে।”

পোস্টে বলা হয়, “জওয়ানরা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় এবং স্টান গ্রেনেড ছোড়ে। কিন্তু তারা হামলা অব্যাহত রাখে। আমাদের জওয়ান আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি একজন দুষ্কৃতীর গায়ে লাগে এবং তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে উদ্ধার করা ফেনসিডিল ও দায়ের ছবিও টুইটারে প্রকাশ করেছে বিএসএফ।

প্রসঙ্গত, মঙ্গলবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএসএফের গুলিতে আবু ইব্রাহিম (২৫) নামে এক বাংলাদেশি নিহত হন। তিনি উপজেলার আজমতপুর ডলিপাড়ার আবু তাহেরের ছেলে।

এলাকাবাসী জানান, রাত ২টার দিকে ইব্রাহিম আজমতপুর থেকে সীমান্ত পার হয়ে ভারতে যান। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ মরদেহ নিয়ে যায়।

তবে ইব্রাহিম কেন সীমান্ত পার হয়েছিলেন সে বিষয়ে স্থানীয়রা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত আলোচনায় সীমান্ত হত্যা বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভারত সীমান্তে গুলিতে ও নির্যাতনে নিহত হয়েছে অন্তত ১১ বাংলাদেশি।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ