সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


হাজারো মুসল্লির অংশগ্রহণে মাওলানা কাজী ফয়জুল্লাহ রহ. এর জানাযা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

হাজারো মুসল্লি ও ছাত্রদের অশ্রুসজল দোয়া ও জানাযা শেষে চির শায়িত হলেন ফটিকছড়ি পৌরসভার আল জামেয়াতুল হেদায়েতুল ইসলাম মুনাফখীল মাদরাসার সাবেক পরিচালক ও ভূজপুর হজরত আবু বকর সিদ্দিক রাজি. মাদরাসার সদরে মুহতামিম মাওলানা কাজী ফয়জুল্লাহ রহ.।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মুনাফখীল মাদরাসা মাঠে জানাজার ইমামতি করে মরহুমের ছেলে হাফেজ মোহাম্মদ রিয়াদ।

জানাযা পূর্ববর্তী স্মৃতিচারণ আলোচনায় কান্নায় ভেঙ্গে পড়েন মরহুমের ছাত্র-ভক্ত ও আত্মীয়গণ। এতে স্মৃতিচারণ করেন মরহুমের বড় ভাই মাওলানা কাজী করিমুল্লাহ, কারী ওয়ালিউল্লাহ, ভাতিজা মুফতি সানাউল্লাহ, নানুপুর জামিয়া ওবায়দিয়ার পরিচালক মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, জামিয়া বাবুনগরের সহকারী পরিচালক মাওলানা আইয়ুব, ভূজপুর হজরত আবু বকর সিদ্দিক রাজি. মাদরাসার পরিচালক মুফতি মুহাম্মদ মিজান, নাজিরহাট বড় মাদরাসার শিক্ষক মাওলানা মহিউদ্দিন, ভূজপুর পাবলিক স্কুল এর সভাপতি ও এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের ভাইচ চেয়ারম্যান, সম্ভাব্য ভূজপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা নিজাম উদ্দীন, মাওলানা দিদারুল আলম, ফটিকছড়ি পৌরসভা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দীন, মাওলানা আশরাফ বিন ইয়াকুব, মাওলানা নোমান, মাওলানা এরশাদুল্লাহ প্রমুখ।

জানাযা শেষে তাকে মাদরাসার কবরস্থানে দাফন করা হয়।

এর আগে রোববার (১৯ডিসেম্বর) বেলা ৩ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা কাজী ফয়জুল্লাহ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার হয়েছিল ৫৫বছর। মৃত্যুকালে তিনি ১স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, হাজার হাজার ছাত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, মাওলানা ফয়জুল্লাহ রহ. এর স্থায়ী বাড়ি ফটিকছড়ি উপজেলার পুরাতন রামগড় চিকনছড়া এলাকায়। তিনি রামগড়ের বিখ্যাত কাজী বংশের সন্তান। তিনি জামিয়া বাবুনগর ও পটিয়া থেকে শিক্ষাজীবন সম্পন্ন করে প্রথমে কাজিরহাট এমদাদুল উলুম মাদরসার শিক্ষকতায় নিয়োগ লাভ করেন। পরে তাকে মাওলানা মরহুম আবুল খায়ের মুনাফখীল মাদরাসায় নিয়ে আসেন ও মাদরাসার পরিচালনার ভার অর্পণ করেন। এছাড়াও তিনি মাওলানা হাফেজ আবুল খায়ের এর জামাতা।

তিনি প্রায় ৩০ বছর মুনাফখীল মাদরাসার পরিচালনার দায়িত্ব পালন করে মাদরাসাকে অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ