আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরিজ হাইস্কুল এন্ড কলেজে নারী শিক্ষকদের জন্য হিজাব নিষিদ্ধের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ৯২ ভাগ মুসলমানের বাংলাদেশে মুসলিম নারীদেরকে তাদের ধর্মীয় পোশাক হিজাব পরাকে নিষিদ্ধ করে গ্রেগরি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দেশের সংবিধান লঙ্ঘন করেছে। একটি মুসলিম দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের অন্যায় নিষেধাজ্ঞা জারি চরম ধৃষ্টতার শামিল। অবিলম্বে স্কুল কর্তৃপক্ষকে হিজাব নিষিদ্ধকরণ নোটিশ বাতিল করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
তারা বলেন, হিজাব ইসলামধর্মের একটি ফরজ বিধান। মুসলিম নারীদের এ বিধান অনুযায়ী চলা অত্যাবশ্যক। হিজাব পরা প্রত্যেক মুসলিম নারীর ধর্মীয় ও নাগরিক অধিকার। কারো ধর্মীয় পোশাককে অবজ্ঞা বা নিষিদ্ধ করার অধিকার কারো নেই।
মুসলিম সংখ্যাঘরিষ্ঠ বাংলাদেশের প্রত্যেক প্রতিষ্ঠানকে ধর্মীয় মূল্যবোধ রক্ষা করেই চলতে হবে। অন্যথায় মুসলিম পরিবারের সন্তানরা এধরণের ইসলামবিদ্বেষী স্কুল- কলেজে অধ্যয়ন ও অধ্যাপনা থেকে বিরত থাকতে বাধ্য হবে। কাজেই হিজাব নিয়ে নতুন করে চক্রান্ত করার কোন সুযোগ নেই। ইসলামের এ ফরজ বিধানে হাত দেয়ার এখতিয়ার কারো নেই। অবিলম্বে লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরিজ হাইস্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষকে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে- বলেন এই দুই নেতা।
আরো পড়ুন: এবার ‘হিজাব’ নিষিদ্ধ করলো রাজধানীর ‘সেন্ট গ্রেগরি স্কুল এন্ড কলেজ’
এনটি