জুলফিকার জাহিদ।।
সৌদি আরবে তাবলীগ নিষিদ্ধ ইস্যুতে আল্লামা তাকি উসমানির পর এবার পাকিস্তানের প্রখ্যাত দায়ী মাওলানা তারিক জামিলসহ আলেমদের একটি প্রতিনিধি দল দেশটিতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সৌদ আল মালিকির সঙ্গে সাক্ষাত করেছেন।
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় তারা দাওয়াতে তাবলীগের মেহনত ও দুনিয়াব্যাপী এর ফলাফল সম্পর্কে আলোচনা করেন।
আলেমদের এই প্রতিনিধি দলে মুফতি আব্দুর রহিম ও মাওলানা তাহের আশরাফিও ছিলেন।
প্রসঙ্গত, সৌদী আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আলে শায়খের নির্দেশে তাবলীগ জামাতের বিরুদ্ধে জুমার খুৎবা দিতে প্রজ্ঞাপন জারী করা হয়েছে। মন্ত্রণালয় কর্তৃক লিখিত আরবি খুতবাটিতে তাবলীগী কাজের নিন্দা করা হয়েছে। সৌদি আরবের এমন কর্মকাণ্ডে মুসলিম বিশ্বের নানা মহল থেকে নিন্দা জানানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় এর আগে পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সৌদ আল মালেকির সাথে সাক্ষাত করেছেন দেশটির মুফতিয়ে আজম, সাবেক বিচারপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের প্রধান ও শাইখুল ইসলাম মুুফতি তাকি উসমানি।
তাবলীগ জামাতের দায়িত্বশীল ইমতিয়াজ গনির নেতৃত্বে এই সাক্ষাত বিনিময় হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সিনেটর মোহাম্মদ তালহা মাহমুদ, ক্বারী মোহাম্মদ হানিফ জালান্ধারী।
এ সময় তাবলীগ জামাত ইস্যুতে সৌদি ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের গভীর উদ্বেগ প্রকাশ করেন মুফতি তাকি উসমানী।
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়েছে, তাবলীগ জামাতের মাধ্যমে পৃথিবীব্যাপী ইসলামের বার্তা ছড়িয়ে যাচ্ছে এবং মানুষ উপকৃত হচ্ছে, তাই তাবলীগ জামাত নিয়ে সৌদি আরবের এমন সিদ্ধান্ত উম্মতে মুসলিমার হৃদয়কে ক্ষত-বিক্ষত করেছে।
এ সময় আরও বলা হয়, পৃথিবীতে দাওয়াতি কাজ ছড়িয়ে দেওয়ার ফরয দায়িত্ব পালন হচ্ছে একমাত্র তাবলীগ জামাতের মাধ্যমে।
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় আরও বলা হয়, তাবলীগ জামাতের কাজ নবীদের রেখে যাওয়া কাজ। মুসলমানদের কেন্দ্র এবং কেবলা থেকে তাবলীগ জামাত সম্পর্কে এমন বক্তব্য উদ্বেগজনক।
এসময় সৌদি রাষ্ট্রদূতকে প্রতিনিধি দলের পক্ষ থেকে তাবলীগের মার্কাজে আমন্ত্রণ জানানো হয়।
এদিকে ভারতের জমিয়তে উলেমায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি জমিয়তের সকল নেতা-কর্মীদের প্রতি বিনীত আবেদন জানিয়ে বলেন, তাবলিগকে রক্ষা করা মুসলিম উম্মাহর গুরুদায়িত্ব।
পাশাপাশি সৌদি আরব কর্তৃক তাবলিগ জামাতের ওপর দেওয়া হয়েছে ভিত্তিহীন অভিযোগের কড়া সমালোচনা করেছেন শায়খ সালমান নদভী।
দারুল উলূম দেওবন্দ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানি, ফাজিলে দারুল উলূম দেওবন্দ এবং বিশিষ্ট লেখক মাওলানা ডক্টর ওবায়েদ ইকবাল আসিম ও বিশিষ্ট ধর্মীয় আলেম ও বিশিষ্ট লেখক মাওলানা নাদিম আল-ওয়াজিদি সৌদি সরকারের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেন।
এছাড়া তাবলিগী কাজ সম্পর্কে উপমহাদেশীয় আলেমদের সাথে কথা বলে মন্তব্য করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সভাপতি, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর আমীর ও যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।
পাশাপাশি প্রথিতযশা গবেষক আলেম মাওলানা উবায়দুর রহমান খান নদভী বিষয়টি সমাধানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।
এরই ধারাবাহিকতায় তাবলিগের বিষয়ে সৌদির অবস্থান নিয়ে নিজেদের অভিমত প্রকাশ করেছে দেশের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ‘দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী’।
এনটি