বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

‘মুসলমানদের ওপর চালানো নৃশংসতা থেকে শিক্ষা না নিলে অনেক দেরি হয়ে যাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিরাট/হায়দ্রাবাদ: অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-ই-মুসলিমীন (এআইএমআইএম) সভাপতি ড. আসাদউদ্দিন ওয়াইসি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বক্তব্য প্রদান করেন। মিরাট জেলায় তার নির্বাচনী সমাবেশের সময় তিনি জনগণকে তাদের ভোট সঠিকভাবে ব্যবহার করার আবেদন জানিয়েছেন।

গত শনিবার অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-ই-মুসলিমীন (এআইএমআইএম) এর সভাপতি এবং হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, বর্তমান পরিস্থিতি আমাদের নেতৃত্ব নির্বাচন করার জন্য আমাদের ভোটকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করা উচিত।

মিরাট জেলার হাপুর রোডে সিএনজি পেট্রোল পাম্পের সামনে এক সমাবেশে বক্তব্য রাখছিলেন ওয়াইসি। তিনি বলেন, আপনার নেতৃত্ব বেছে নিতে আমরা আপনার ভোট বিজ্ঞতার সাথে ব্যবহার করার জন্য আপনাদের কাছে আবেদন জানাতে এসেছি।

মালিয়ানা ও হাশিমপুরার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এখানকার মুসলমানদের ওপর চালানো নৃশংসতা থেকে শিক্ষা না নিলে অনেক দেরি হয়ে যাবে।

তিনি ২১ বছরের এই সিদ্ধান্তকে ভিত্তিহীন আখ্যায়িত করে বলেন, যদি কোনো মেয়ের বয়স ১৮ হয়। কাকে ভোট দেবেন তা ঠিক করতে পারেন, তারপর কীভাবে তিনি তার বিয়ে এবং কখন এবং কার সাথে বিয়ে করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন। এটা অযুক্তিক। একজন মানুষ প্রাপ্ত বয়স্ক হলেই তাকে ভোটাধিকার দেয়া উচিত।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ