মিরাট/হায়দ্রাবাদ: অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-ই-মুসলিমীন (এআইএমআইএম) সভাপতি ড. আসাদউদ্দিন ওয়াইসি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বক্তব্য প্রদান করেন। মিরাট জেলায় তার নির্বাচনী সমাবেশের সময় তিনি জনগণকে তাদের ভোট সঠিকভাবে ব্যবহার করার আবেদন জানিয়েছেন।
গত শনিবার অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-ই-মুসলিমীন (এআইএমআইএম) এর সভাপতি এবং হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, বর্তমান পরিস্থিতি আমাদের নেতৃত্ব নির্বাচন করার জন্য আমাদের ভোটকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করা উচিত।
মিরাট জেলার হাপুর রোডে সিএনজি পেট্রোল পাম্পের সামনে এক সমাবেশে বক্তব্য রাখছিলেন ওয়াইসি। তিনি বলেন, আপনার নেতৃত্ব বেছে নিতে আমরা আপনার ভোট বিজ্ঞতার সাথে ব্যবহার করার জন্য আপনাদের কাছে আবেদন জানাতে এসেছি।
মালিয়ানা ও হাশিমপুরার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এখানকার মুসলমানদের ওপর চালানো নৃশংসতা থেকে শিক্ষা না নিলে অনেক দেরি হয়ে যাবে।
তিনি ২১ বছরের এই সিদ্ধান্তকে ভিত্তিহীন আখ্যায়িত করে বলেন, যদি কোনো মেয়ের বয়স ১৮ হয়। কাকে ভোট দেবেন তা ঠিক করতে পারেন, তারপর কীভাবে তিনি তার বিয়ে এবং কখন এবং কার সাথে বিয়ে করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন। এটা অযুক্তিক। একজন মানুষ প্রাপ্ত বয়স্ক হলেই তাকে ভোটাধিকার দেয়া উচিত।
-এটি