আবদুল্লাহ তামিম।। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানী বলেছেন, বিবাহ মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন।
কিন্তু যে বয়সে বিবাহ হয় তা একটি নির্দিষ্ট বয়স দ্বারা পরিমাপ করা যায় না, এটি স্বাস্থ্য এবং সুস্থতার সাথে এবং সমাজে নৈতিক মূল্যবোধ রক্ষার সাথে এবং সমাজকে নৈতিক অবক্ষয় থেকে বাঁচানোর সাথে জড়িত।
তিনি আরো বলেন, সেজন্য শুধু ইসলামে নয়, অন্যান্য ধর্মেও বিয়ের জন্য কোনো বয়সসীমা নেই। আর যদি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে বিয়ে করা থেকে বিরত রাখে এটা নিষ্ঠুরতা এবং ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়।
বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণ করা এবং তার আগে বিয়েকে অবৈধ ঘোষণা করা মেয়েদের স্বার্থের বাইরে। আমি মনে করি এা সমাজের জন্য ভালো না; বরং নৈতিক মূল্যবোধের মারাত্মক ক্ষতি করতে পারে।
তবে অল্প বয়সে বিয়ে করার প্রবণতা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তবে অনেক সময় এমন পরিস্থিতি দেখা দেয় যেখানে নির্ধারিত বয়সের আগে বিয়ে করা মেয়ের স্বার্থে। তাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সরকারকে এই ধরনের অকেজো ও ক্ষতিকর আইন প্রণয়ন থেকে বিরত থাকার আহ্বান জানায়। সূত্র: আহলে হক মিডিয়া
-এটি