সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


উখিয়ায় অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, ৭ অপহরণকারী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে আধিপত্য বিস্তারে আরএসও কর্তৃক অপহৃত ৩ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৮)। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে ৭জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ানশুটার গান।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে ক্যাম্প ৯-এর সি ১৫ ব্লকে অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও আটক করা হয়।

উদ্ধারকৃত তিন রোহিঙ্গা হলো- ক্যাম্প-১০এর জি/৩৭ ব্লকের আবদুল মজিদের ছেলে মো. জকির (৩০), ক্যাম্প ৯ এর সি/৬ ব্লকের মৃত সালামতুল্লাহর ছেলে মো. রায়হান (৩৪) ও ক্যাম্প ৮ ওয়েস্টের এ/২৫ ব্লকের মৃত নাগো মিয়ার ছেলে আব্দুল শুক্কুর (৩৫)।

গ্রেফতারকৃত ৭ অপহরণকারীরা হলো, ক্যাম্প ৯ এর সি/১১ ব্লকের মো. শফিকের ছেলে মো. সলিম (৩৬), হাসান রশিদের ছেলে মো. ওসমান (২২), মো. হোসেনের ছেলে সৈয়দুল আমিন (৩৫), জালাল আহমেদের ছেলে নুরুল আমিন (৪২), মো. হাসেমের ছেলে বশির আহম্মদ (৩৪), মো. ওয়ারিসের ছেলে মো. ইলিয়াস (৫৬), আলী হোসেনের ছেলে দিল মোহাম্মদ (৫২)। তারা ওই ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মো. সিহাব কায়সার খান বলেন, একদল দুষ্কৃতিকারী ক্যাম্প-১০ থেকে ১৮ ডিসেম্বর রাত ৯টার দিকে ৩ জন এফডিএমএন সদস্যকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা তাদের আত্মীয় স্বজনের কাছে বিপুল পরিমাণ টাকা দাবি করে। না হয় তাদের মেরে ফেলার হুমকি দেয়। খবরে পেয়ে পানবাজার পুলিশ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদের নেতৃত্বে তৎপরতা শুরু করে পুলিশ দল। পরে ক্যাম্প ৯-এর সি ১৫ ব্লকে অভিযান চালিয়ে একটি ওয়ানশুটার গানসহ সাতজন অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ৩ জনকে উদ্ধার করে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ