বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

তাবলিগের উপর নিষেধাজ্ঞা: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে মুুফতি তাকি উসমানির সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা তাবলীগ জামাত বিরোধী প্রজ্ঞাপন ইস্যুতে পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সৌদ আল মালেকির সাথে সাক্ষাত করেছেন দেশটির মুফতিয়ে আজম,  সাবেক বিচারপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের প্রধান ও শাইখুল ইসলাম মুুফতি তাকি উসমানি।

তাবলীগ জামাতের দায়িত্বশীল ইমতিয়াজ গনির নেতৃত্বে এই সাক্ষাত বিনিময় হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সিনেটর মোহাম্মদ তালহা মাহমুদ, ক্বারী মোহাম্মদ হানিফ জালান্ধারী।

এ সময় তাবলীগ জামাত ইস্যুতে সৌদি ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের গভীর উদ্বেগ প্রকাশ করেন মুফতি তাকি উসমানী।

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়েছে, তাবলীগ জামাতের মাধ্যমে পৃথিবীব্যাপী ইসলামের বার্তা ছড়িয়ে যাচ্ছে এবং মানুষ উপকৃত হচ্ছে, তাই তাবলীগ জামাত নিয়ে সৌদি আরবের এমন সিদ্ধান্ত উম্মতে মুসলিমার হৃদয়কে ক্ষত-বিক্ষত করেছে।

এ সময় আরও বলা হয়, পৃথিবীতে দাওয়াতি কাজ ছড়িয়ে দেওয়ার ফরয দায়িত্ব পালন হচ্ছে একমাত্র তাবলীগ জামাতের মাধ্যমে।

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় আরও বলা হয়, তাবলীগ জামাতের কাজ নবীদের রেখে যাওয়া কাজ। মুসলমানদের কেন্দ্র এবং কেবলা থেকে তাবলীগ জামাত সম্পর্কে এমন বক্তব্য উদ্বেগজনক।

এসময় সৌদি রাষ্ট্রদূতকে প্রতিনিধি দলের পক্ষ থেকে তাবলীগের মার্কাজে আমন্ত্রণ জানানো হয়।

প্রসঙ্গত, সৌদী আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আলে শায়খের নির্দেশে তাবলীগ জামাতের বিরুদ্ধে জুমার খুৎবা দিতে প্রজ্ঞাপন জারী করা হয়েছে। মন্ত্রণালয় কর্তৃক লিখিত আরবি খুতবাটিতে তাবলীগী কাজের নিন্দা করা হয়েছে। সৌদি আরবের এমন কর্মকাণ্ডে মুসলিম বিশ্বের নানা মহল থেকে নিন্দা জানানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ