সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>
সিলেট-তামাবিল মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর ২নং আপ নামক মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ঘে দুইজন নিহত হয়েছে।
১৭ ডিসেম্বর (শুক্রবার) বেলা ১২ টায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইউসুফ আলী ও সোহেল আহমদ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইউসুফ, সোহেলসহ ছয় বন্ধু মিলে তিনটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে জাফলং ভ্রমণে আসেন। ভ্রমণ শেষে জাফলং থেকে ইউসুফ ও সোহেল একই মোটরসাইকেলে করে সিলেটের উদ্দেশে রওনা দেন। সিলেট-তামাবিল মহাসড়কের জাফলংয়ের গুচ্ছগ্রাম এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ। স্থানীয়দের ও গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় সোহেলকে সিলেটের এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা সুহেলকেও মৃত বলে জানায়।
গোয়াইনঘাট থানার (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর ২নং আপ নামক মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। একজন ঘটনাস্থলেই মারা গেছে এবং সোহেল নামে অন্য জনকে স্থানীয়দের সহযোগিতায় সিলেটের এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সোহেলকেও মৃত ঘোষণা করেন।
-এএ