বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

তুরস্কে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশিদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডলারের তুলনায় তুরস্কের মুদ্রার মান কমে যাওয়ার প্রভাব পড়েছে বাড়ি কেনা-বেচায়। এ খাতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করছে বিদেশিরা।

আরব টাইমসের বরাতে জানা যায়, নভেম্বরে তুরস্কে বাড়ি কেনায় মধ্যপ্রাচ্যের দেশগুলো এগিয়ে আছে। এ তালিকায় প্রতিবেশী ইরানের অবস্থান এক নম্বরে।

তুরস্কের পরিসংখ্যান সংস্থার দেওয়া তথ্য মতে, গত মাসে ১ হাজার ৪০৬টি সম্পত্তির মালিকানা গেছে ইরানিদের হাতে। এরপরই আছে ইরাক, সে দেশের নাগরিক কিনেছে ১ হাজার ৭৫টি সম্পত্তি।

এ ছাড়া ৮৩৬, ৩২২, ২৭৮, ২৩১ ও ১৮৫ সম্পত্তির হাতবদল নিয়ে তালিকার পরের অবস্থানে আছে যথাক্রমে রাশিয়ান, জার্মান, কাজাখ, আফগান ও কুয়েতের নাগরিকরা।

সব মিলিয়ে নভেম্বর বিদেশিদের কাছে তুরস্কের ৭ হাজার ৩৬৩টি সম্পত্তির মালিকানা হাতবদল হয়েছে। যা ২০২০ সালের এই সময়ের তুলনায় ৪৮.৪ শতাংশ বেশি।

এ সব সম্পত্তির রেকর্ড সংখ্যক বিক্রি হয়েছে ইস্তাম্বুলে, ২ হাজার ৯২২টি। এ ছাড়া আন্তালিয়ায় ৯১৭ ও রাজধানী আঙ্কারায় ৪২৮টি বাড়ি কিনেছে বিদেশিরা।

প্রাপ্ত তথ্য আরও বলছে, চলতি বছরের শুরু থেকে নভেম্বরের শেষ পর্যন্ত মোট ৫০ হাজার ৭৩৫টি সম্পত্তি কিনেছে বিদেশিরা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৯.৪ শতাংশ বেশি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ