বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

কুরআন ও সংবিধান নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগ: মুখ খুললেন নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

ভিপি নুরের বিরুদ্ধে পবিত্র কুরআন ও সংবিধান নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ভাইরাল হয়েছে। এ নিয়ে নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। ৭ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিওতে ভিপি নুর বলেন, ‘একটি বক্তব্যের খন্ডিত অংশের লিংক পাঠিয়ে অনেকেই জানতে চেয়েছেন বক্তব্যটি আমার কিনা এবং এ বিষয়ে আমার প্রতিক্রিয়া ও মন্তব্য জানতে চেয়েছেন অনেকে। লিংকে পাঠানো ভিডিওটিতে আমি দেখেছি বিভিন্ন আন্দোলন সংগ্রামের সময়ের ছবি একত্র করা হয়েছে। যেখানে পবিত্র কুরআনের সাথে সংবিধানকে তুলনা করে একটি বক্তব্য তুলে ধরা হয়েছে’।

‘এ বিষয়ে প্রথম কথা হচ্ছে আমরা যারা মুসলিম এবং ইসলাম ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাস করি তারা একথা অকাট্যভাবে বিশ্বাস করি যে পবিত্র কুরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও নির্ভুল গ্রন্থ। শুধু মুসলিম নয় অমুসলিম বিজ্ঞানীরাও গবেষণা করে দেখেছেন যে এই কুরআনে কোন ধরনের ভুল নেই। স্বয়ং আল্লাহ তাআলা কুরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, তাই এই কোরআনের সাথে মানব রচিত কোন গ্রন্থের কোন তুলনাই চলে না। এটা শুধু মুসলমানদের কথা নয় অন্যান্য ধর্মের মানুষরাও এক বাক্যে একথা স্বীকার করে।  অনেক বিজ্ঞানীরাও কুরআন নিয়ে গবেষণা করতে গিয়ে পরবর্তীতে মুসলমান হয়েছেন। এটা আমাদের জন্য গর্বের একটি দিক’- বলেন নুর।

নুর বলেন, ‘অথচ বিতর্ক তৈরি হয়েছে আমার একটি বক্তব্যকে ঘিরে যা; আমি আদৌ দিয়েছি কিনা আমার মনে নেই। অথবা আমরা যারা রাজনীতি করে বিভিন্ন বক্তব্যে আমাদের কিছুটা ভুল হতেই পারে; তাই বলে একে রং-চং দিয়ে অপপ্রচার করে ও একে ভাইরাল করার একপক্ষের যেই চেষ্টা তা আমাকে বরাবরই অবাক করেছে’।

‘বিশেষ করে আমার বক্তব্য নিয়ে সোলাইমান আলী রেজভী নামে একজন ধর্মীয় বক্তার আলোচনার ধরন ও শব্দচয়নে আমি অবাক না হয়ে পারিনি’- বলেন ভিপি নুর।

এসময় ভিপি নুর মোবাইলে সেই বক্তার একটি রেকর্ড চালু করেন; যেখানে বক্তা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফজরের নামাজ দিয়ে সকাল শুরু করেন, আপনার  ধর্মগ্রন্থকে নিয়ে অবমাননা করেছে ভিপি নুর, তাকে নিয়ে প্রধানমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করুন’।

মোবাইলের ভিডিওটি শেষ হলে নুর বলেন, ‘আমার যে বক্তব্যকে ঘিরে আমার বিরুদ্ধে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে, খেয়াল করলেই দেখবেন ভিডিওতে দুই ধরনের ছবি ব্যবহার করা হয়েছে একটি বিবিসির একটি ইন্টারভিউতে দেওয়া অন্যটি খুব সম্ভবত আবরার হত্যার পরে দেওয়া কোনো বক্তব্য’।

ভিপি নুর আরো সংযুক্ত করেন, ‘এখানে প্রধানমন্ত্রীর কাছে আমার কুরআন অবমাননার বিচার চাওয়া হয়েছে, অথচ কোনো বিতর্কের উর্দ্ধে কুরআনকে আমি আমার মাথার উপরে রাখি। একান্ত কেউ নাস্তিক অথবা অন্য ধর্মের হয়ে থাকলে তার ক্ষেত্রে ভিন্ন কথা। আমি তো নাস্তিকও না অন্য ধর্মেরও না। আমার মনে হয় না আমি কোরআনকে নিয়ে কোন ধরনের অবমাননাকর শব্দ উচ্চারণ করেছি, এরপরও যদি ধরা হয় যে আমি এমন কিছু বলেছি তাহলে হয়তোবা অসতর্কতাবশত এমন কোন শব্দ মুখ থেকে বের হয়ে যেতে পারে। তবে কারো অসৎ উদ্দেশ্য থাকলে একটি বক্তব্যকে কিভাবে ভিন্ন খাতে নেওয়া যায় বর্তমান ঘটনা প্রবাহ তারই প্রমাণ’ বলেন ভিপি নুর।

তিনি আরও বলেন, ‘কোন ধান্দায় যে এসব বক্তব্য আপনারা দিয়ে থাকেন দেশের মানুষ আপনাদের বক্তব্য থেকেই তা অনুমান করে’।

ভিডিও শেষে ভিপি নূর বলেন, ‘ আমি ব্যক্তিগতভাবে এ বিষয়ে কথা বলতাম না, কিন্তু এ ধরনের মানুষেরা যখন সংঘবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়, মানুষের মনে বিভ্রান্তি তৈরি চেষ্টা করে তখন বাধ্য হয়ে আমাদের কিছু বলতে হয়’।

‘ধর্মীয় ইস্যুতে অবমাননার বিষয়টি মানুষকে সহজে আঘাত করে। এ কারণে কেউ হয়তোবা ভিপি নুরকে বিতর্কিত করতে এধরনের কাজ করাচ্ছে। তাই ভিডিও বক্তব্যের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করলাম’ বলেন ভিপি নুর।

কেএল/এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ