মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি।।>
চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন চারিয়ায় আগামীকাল শুক্রবার থেকে শুরু হওয়া চট্টগ্রাম বিভাগীয় তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমায় (জোড়) আগত মুসুল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থা।
আজ (১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে ইজতেমা মাঠ পরিদর্শন করেন, চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনের এমপি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
ময়দান পরিদর্শন শেষে তিনি আল আমিন সংস্থার অস্থায়ী চিকিৎসা ক্যাম্পও পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, আমি খুবই আনন্দিত যে, আল্লাহর পথে আসা ধর্মপ্রাণ মুসুল্লিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য আল আমিন সংস্থা উদ্যোগ গ্রহণ করেছেন।
এর আগেও সংস্থা কর্তৃপক্ষ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশ নিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমি কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি এবং তারা যেন সর্বদা মানুষের কল্যাণে কাজ করতে পারেন সেজন্য মহান রব্বুল আলামীন এর দরবারে দুআ করি।
এসময় উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক, তাবলীগ জামাতের মুরুব্বি ও সংস্থার উপদেষ্টা মুফতি জসিম উদ্দিন, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুহাম্মাদ ইব্রাহিম চৌধুরী, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান জনাব সরোয়ার মোরশেদ তালুকদার, আল আমিন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, সহ সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল করিম, সহ অর্থ সম্পাদক মাওলানা আজিম উদ্দীন, মাওলানা আবুল হাশেম,জনাব এমরান হোসেন, মাওলানা হাফেজ ওসমান, মাওলানা উজাইর হামিদি, মাওলানা হোসাইন প্রমুখ
এদিকে ইজতেমায় মাঠ সংলগ্ন মদিনা মসজিদের উত্তর-পশ্চিম কোণে অস্থায়ী ক্যাম্প নির্মাণের কাজ প্রায় শেষের পর্যায়ে। ১৭ ডিসেম্বর শুক্রবার সকাল ৮ টা থেকে মুসুল্লিরা তাদের সেবা গ্রহণ করতে পারবে।
আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আহসান উল্লাহ বলেন, পূর্বের ন্যায় এবছরও ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইজতেমায় আগত মুসুল্লিদের স্বাস্থ্যসেবা দেওয়া হবে। প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারগণ সেবা প্রদান করবেন।
-এটি