আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে পবিত্র কুরআন মাজিদ অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসের হেইডেন লাইব্রেরিতে পবিত্র কুরআন মাজিদ ছিঁড়ে পুড়িয়ে ফেলার ঘটনায় জড়িত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আটক ব্যক্তির নাম ওয়েসলে ওয়েগনার। তার বয়স ৩৭ বছর। পবিত্র কুরআনসহ লাইব্রেরিতে অন্যান্য জিনিসপত্র ধ্বংস করার অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে। খবর এবিএনএ ও এপির।
পুলিশ কর্মকর্তা মাইকেল থমসন এক বিবৃতিতে বলেন, পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং গ্রন্থাগারের কর্মীদের কাছ থেকে সব জেনে এ ঘটনাটিকে দ্রুত সমাধানের ব্যবস্থা করছে।
ওই বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা গত বুধবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরেন। এটাকে তারা জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করে তদন্তের দাবি জানায়। সেই সঙ্গে প্রকৃত অপরাধীর শাস্তি কামনা করে। এরপর গত শুক্রবার এ ব্যাপারে একটি বিবৃতি দেয় স্থানীয় পুলিশ প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, পবিত্র কুরআন মাজিদের পাতা ছিঁড়ে ফেলে রাখা হয়েছে।
মুসলিম ছাত্র সংগঠনের প্রধান সাশা উদ্দীন বলেন, ‘বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশ দ্রুত গতিতে তদন্ত চালিয়ে যাওয়ায় আমরা আনন্দিত। আমরা শান্তির সঙ্গে এগিয়ে যেতে চাই।’
পুলিশ কর্মকর্তা মাইকেল থমসন বলেছেন, তদন্ত এখনো চলছে। কেন ওই লোক পবিত্র কুরআন ছিঁড়ে ফেলে তা পুড়িয়েছে, সেটাও জানার চেষ্টা চলছে।
-এটি