আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৮ হাজার ১৭ জনে।
শুক্রবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একই সময়ে নতুন করে আরও ২৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৮১৯ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২০ হাজার ৫২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৯ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৪৫৩ জন।
এর আগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। তবে এ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় ২৬৫ জনের দেহে।
এর আগে দেশে গত ২০ নভেম্বর তার আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
-এএ