সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


গোপালগঞ্জে ৯ আ.লীগ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৯ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ৯ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এক জরুরি সভায় ৯ জনকে বহিষ্কার করেন।

বহিষ্কৃত নেতারা হলেন-কোটালীপাড়া উজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী আবু ছাইদ শিকদার। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্ণি ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী খালিদ হোসেন জমাদ্দার, পাটগাতী ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান শরীফ, কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিদ্রোহী প্রার্থী দুলাল হোসেন গাজী, আওয়ামী লীগ নেতা কদর আলী শেখ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোপালপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সুশেন চন্দ্র সেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রিংকু বাইন ও অরুন কুমার বাইন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের বলেন, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এবং স্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এসব বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে।

এদিকে, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ক ও ঠ উপধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ছাইদ শিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ