বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

তালেবান সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রীদের বেতন কত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তালেবানের আফগান অর্থ মন্ত্রণালয় সর্বোচ্চ নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা সহ সকল মন্ত্রী ও কর্মকর্তাদের জন্য নতুন বেতন ঘোষণা করেছে। গত ১ ডিসেম্বর এই বেতন কাঠামো ঘোষণা করা হয়।

আফগান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ ওয়ালি হকমাল এক বিবৃতিতে বলেছেন, আগের সরকারের বেতন ব্যবস্থা ছিল অন্যায্য, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভাগের বেতন ভিন্ন ভিন্ন ছিল, তাই বেতন কাঠামোতে পরিবর্তন অনিবার্য ছিল। আহমেদ ওয়ালী হকমল বলেন, বেতন ব্যবস্থার উন্নয়নে ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীদের বেতন কমানো হয়েছে।

ইসলামী আমিরাতের সর্বোচ্চ নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা আফগানিস্তানে সবচেয়ে বেশি বেতন পাবেন। তার বেতন ২ লাখ ২৮ হাজার ৭৫০ আফগানি। আগের সরকারের সময় প্রেসিডেন্টের বেতন ছিল ৪ লাখ ৮০ হাজার আফগানি।

এছাড়া তালেবানের প্রধানমন্ত্রীর বেতন করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ২৫০ আফগানি, মন্ত্রীদের বেতন ১ লাখ ৩৭ হাজার আফগানি, প্রাদেশিক গভর্নরদের বেতন ৯১ হাজার ৫০০ আফগানি।

প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাদের বেতন ৩২৫০০ আফগানি থেকে কমিয়ে ২৫২০০ থেকে ৩০৫০০ আফগানি এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের বেতন ২২৪০০ আফগানি থেকে কমিয়ে ১৬৬০০ থেকে ২০৬০০ আফগানি করা হয়েছে। এভাবে সব গ্রেডের বেতন কমানো হয়েছে। প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাদের শুরুর গ্রেড ৮ম গ্রেডের বেতন ৫৬০০ আফগানি থেকে কমিয়ে ৫০০০ থেকে ৫৪০০ আফগানি করা হয়েছে।

তবে যারা শিক্ষা বিভাগের কাজ করেন তাদের বেতন বাড়ানো হবে বলে জানিয়েছেন তালেবানের আফগান ইসলামী আমিরাতের ডেপুটি মুখপাত্র ইনামুল্লাহ সামানগানি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ